বাংলার নির্বাচনে ব্যাপক ভাবে ভঙ্গ হচ্ছে করোনার নিয়ম! সর্বদলীয় বৈঠক ডাকল মুখ্য নির্বাচন কমিশন

বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যের করোনা পরিস্থিতি ক্রমে ভয়াবহ হয়ে উঠছে। বিগত কয়েকদিন বাংলার করোনা সংক্রমণের গণ্ডি সাড়ে চার হাজার ছাড়িয়ে যাচ্ছে। ইতিমধ্যেই রাজ্যের নির্বাচন কমিশনের তরফে করোনা সংক্রমণের অন্যতম একটি কারণ হিসেবে তুলে ধরা হয়েছে রাজনৈতিক দলগুলির জনসমাবেশ।

ভোটের মরশুমে বাংলায় সব রাজনৈতিক দলগুলিই কোমর বেঁধে নেমে পড়েছে নির্বাচনী প্রচারে। তাঁদের সভা-সমাবেশে করোনা বিধি (Covid Protocol)  শিকেয় উঠছে। এনিয়ে রাজ্যের চিকিৎসক মহল এবং পরিবেশ কর্মীরাও সরব হয়েছিল। এবার নির্বাচন কমিশনও (Election Commission) হতে পারে আরও কঠোর। ইতিমধ্যেই রাজ্যের সব রাজনৈতিক দলগুলিকে নিয়ে একটি সর্বদলীয় বৈঠক দেকেছেন নতুন মুখ্য  নির্বাচনী আধিকারিক সুশীল চন্দ্র (Sushil Chandra)।

मुख्‍य चुनाव अधिकारी ने बुलाई बंगाल के सभी राजनीतिक दलों की बैठक (प्रतीकात्‍मक तस्‍वीर-AP)

আগামী শুক্রবার এই বৈঠক ডাকা হয়েছে। অর্থাৎ পঞ্চম দফা ভোটের আগের দিনই। জানা যাচ্ছে, ওই বৈঠকে সব রাজনৈতিক দলগুলিকে কঠোর ভাবে করোনা বিধি মানার দাওয়াই দেওয়া হতে পারে। উল্লেখ্য, ইতিমধ্যেই রাজ্যের সংযুক্ত মোর্চার শরিক দল বাম শিবিরের পক্ষ থেকে বড় জমায়েত নিয়ে রাজনৈতিক সভা-সমাবেশ আয়োজন না করার সিদ্ধান্ত ঘোষণা করেছে। তারপরই নির্বাচন কমিশনের এই পদক্ষেপ করোনা মোকাবিলায় যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞরা।

অন্যদিকে, রাজ্য সরকার (TMC)  ইতিমধ্যেই দেশের করোনা প্রবন রাজ্য গুলি থেকে বিমানের যাত্রী গুলির জন্য একটি নির্দেশিকা জারি করেছে। তাঁদেরকে সঙ্গে করোনা নেগেটিভ রিপোর্টও নিয়ে আসতে হবে। ওই রাজ্যগুলি হল মহারাষ্ট্র, কর্ণাটক, কেরল এবং তেলেঙ্গানা।


সম্পর্কিত খবর