শহিদ দিবসের ‘ডিম-ভাত’ নিয়ে মসকরা হাইকোর্টের প্রধান বিচারপতির! ভরা এজলাসে বসেই বললেন…

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল ছিল ২১ জুলাই, তৃণমূলের শহীদ দিবস (TMC Shahid Diwas)। আর এই দিনটির কথা বললেই সকলের মাথায় আসে ডিম-ভাতের কথা। তৃণমূলের সমাবেশে ঐতিহ্যবাহী ডিম-ভাতের (Dim Bhat) যুগলবন্দী যে থাকবেই সেই বিষয়ে কারও সন্দেহের অবকাশ নেই।

তবে শাসকদলের এই মেনু নিয়ে বাংলার রাজনীতিতে অনেক কথার প্রচলন রয়েছে। বিরোধদের কথায় আবার ‘ডিম্ভাত’। কতই না ঠাট্টা, মিম, মশকরা এই খাবারকে নিয়ে। আর এবার এই মেনু নিয়ে ঠট্টা করতে দেখা গেল খোদ কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি (Chief Justice of Calcutta High Court) টিএস শিবজ্ঞানমকে।

গতকাল দিল্লির এক বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠান ছিল কলকাতা হাই কোর্টে। সেই শপথগ্রহণ অনুষ্ঠানে চা ও স্ন্যাক্সের ব্যবস্থা করা হয়েছিল। ওদিকে অনুষ্ঠান শেষ। তখন একটি মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতির মুখেই নাকি উঠে আসে তৃণমূলের শহিদ দিবসের মেনুর কথা।

সূত্র মারফত জানা গিয়েছে, শুনানি চলাকালীন খাবারের কথা উঠলে তৃণমূলের ২১ জুলাইয়ের মেনুর উল্লেখ করেন প্রধান বিচারপতি মহাশয়। তিনি বলেন, ‘সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে ২১ জুলাইয়ের মেনু সম্পর্কে জানতে পারলাম। আমাদের তুলনায় অনেক ভালো মেনু ওখানে।’ বিচারপতি নিছক মজার ছলেই একথা বলেছিলেন।

ওদিকে তখন শুনানিতে উপস্থিত কেন্দ্রের আইনজীবী বিল্লদ্বল ভট্টাচার্য বলেন,’এই ধরনের বড় অনুষ্ঠান ছুটির দিনে করলে ভালো হয়। তাহলে সাধারণ মানুষের অনেক সুবিধা হয়। আদালতে সময়ে পৌঁছনোর জন্য আমি সকাল সোয়া ৮টায় বেরিয়েছি।’

high court

এর প্রেক্ষিতে বিচারপতি প্রশ্ন করেন আজ সব স্কুল বন্ধ কি না। সঙ্গে সঙ্গেই কেন্দ্রের আইনজীবী জানান, স্কুল বন্ধ নয়। বরং অনেক স্কুলে পরীক্ষা হচ্ছে। তাই ছাত্রছাত্রীদের আরও সমস্যা হচ্ছে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X