মমতার সঙ্গে বৈঠক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির! কী হতে চলেছে? তুঙ্গে জল্পনা

   

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা হাইকোর্টের বহু রায়ের বিরুদ্ধে নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়েছে তৃণমূল সরকার। নিয়োগ দুর্নীতি হোক কিংবা ওবিসি রায়, সবেতেই শাসকশিবিরের আক্রমণের মুখে পড়েছে বিচার ব্যবস্থা। বারে বারে নাম না করে বিচারপতিদের তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওদিকে কলকাতা হাইকোর্ট তুলে দেওয়া উচিৎ বলে মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই আবহেই কলকাতায় আসছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (Chief Justice of supreme Court CJI DY Chandrachud)।

জানা গিয়েছে, শুক্রবার বিকেলে কলকাতায় পা রাখবেন দেশের প্রধান বিচারপতি। বিকেল ৫টা নাগাদ কলকাতা হাইকোর্টে যাবেন। তার সাথে উপস্থিত থাকবেন হাইকোর্টের তাবড় তাবড় বিচারপতিরা। কলকাতা হাইকোর্টের বার লাইব্রেরি ক্লাবে’র ২০০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধান বিচারপতি।

সূত্রের খবর, হাইকোর্টের অনুষ্ঠান সেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) সঙ্গে তিনি সাক্ষাৎ করতে পারেন। শনিবারও প্রধান বিচারপতি কলকাতায় থাকবে। শোনা যাচ্ছে সেদিন কলকাতার বাইপাসের ধারে এক বেসরকারি হোটেলে দু’‌জনের বৈঠক করতে পারেন। যা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

CJI Chandrachud praised the Modi government.

আরও পড়ুন: আদালতে জোর ধাক্কা কুণালের! এবার বিরাট সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট

শনিবার বাইপাসের ধারের একটি হোটেলে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমির একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধান বিচারপতি। একই অনুষ্ঠানেই মুখমন্ত্রীরও যোগ দেওয়ার কথা রয়েছে। সেখানেই এক ফাঁকে দুজনের মধ্যে কথাবার্তা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বিশেষ সম্মানও জানাবেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। এবার শনিবারের বৈঠক কী নিছক সৌজন্য সাক্ষাৎকার নাকি আইন সম্পর্কিত অন্য কোনো বিষয়েও আলোচনা হতে পারে সেই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে একাধিক মহলে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর