বাংলা হান্ট ডেস্কঃ এখনও এসএসসি মামলা (SSC Recruitment Case) নিয়ে জট খোলেনি। স্কুল সার্ভিস কমিশনের প্রায় ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার (West Bengal Government)। এরই মধ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না অবসর নিতে চলেছেন।
রিভিউ পিটিশন শুনবেন প্রধান বিচারপতি? SSC Recruitment Case
শোনা যাচ্ছে SSC পুনর্বিবেচনার আবেদন নাও শুনতে পারেন বিচারপতি সঞ্জীব খন্না। আজ মঙ্গলবারই অবসর নেবেন জাস্টিস খন্না। মনে করা হচ্ছে চাকরি বাতিল নিয়ে রাজ্য এবং এসএসসির রায় পুনর্বিবেচনার আবেদনের (রিভিউ পিটিশন) শুনানি নতুন বেঞ্চে হবে। তবে এই নিয়ে চূড়ান্ত কিছু জানা যায়নি। নতুন বেঞ্চে উঠলে কোন বিচারপতি শুনবেন তা এখনও নির্ধারিত হয়নি।
২৬০০০ চাকরি বাতিল (SSC Scam) মামলায় রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সম্প্রতি সুপ্রিম দরবারে গিয়েছে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম রায় ঘোষণার এক মাসের মাথায় পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্য। প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হবে বলে জানা যায়।
প্রসঙ্গত, এর আগে রায়ে সাময়িক পরিবর্তন চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। স্কুল পড়ুয়া সহ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথায় মাথায় রেখে রায়ে পরবর্তনের জন্য আবেদন করা হয়। পর্ষদের আবেদন ছিল, এত সংখ্যক শিক্ষকের চাকরি এক সঙ্গে বাতিল হলে শিক্ষাব্যবস্থায় বড়সড় ধাক্কা লাগবে। শিক্ষাব্যবস্থা ভেঙে যেতে পারে। এরপর গত ১৭ এপ্রিল পর্ষদের আবেদন মেনে সাময়িক রায় পরিবর্তন করে সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন: তীব্র তাপপ্রবাহের মধ্যেই মঙ্গলে স্বস্তির বৃষ্টিতে ভিজবে একাধিক জেলা, এক নজরে আজকের আবহাওয়া
সেই সময় সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, দাগি নন এমন ও অযোগ্যদের বাদ রেখে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষকেরা ডিসেম্বর মাস পর্যন্ত স্কুলে যেতে পারবেন। তাঁদের বেতনও বহাল থাকবে তবে ৩১ মে-র মধ্যে রাজ্যকে নতুন নিয়োগপ্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি দিতে হবে। তবে সেই নির্দেশ কার্যকর না করে উল্টে রিভিউ পিটিশন করে রাজ্য সরকার। সেই আবেদন অবশ্য এখনও গৃহীত হয়নি।
ভিডিও দেখুন: https://youtu.be/UEqTNFwrhgk?si=t4wsEmdcESxdtBtk
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করলে প্রথমে তা সংশ্লিষ্ট বিচারপতির চেম্বারে যায়। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় মামলাটি গ্রহণ করা হবে কি না। এক্ষেত্রে দরকার হলে বিচারপতির চেম্বারে তা নিয়ে শুনানি হয়। এরপর মামলা গ্রহণ হলে তা শুনানির জন্য পাঠানো হয়। তবে এসএসসি মামলায় সপ্তাহ খানেক পেরিয়ে গলেও মামলাটি চেম্বারে যায়নি বলে খবর।