সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকে ভেঙে পড়েছেন মুখ্যমন্ত্রী, শ্রদ্ধা জানাতে বিশেষ পরিকল্পনা রাজ্যের

বাংলা হান্ট ডেস্কঃ কালীপুজোর দিনে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)। ওনার চলে যাওয়ায় রাজ্য রাজনীতিতে শোকের ছায়া নেমে এসেছে। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) বহুকালে সঙ্গী সুব্রত মুখোপাধ্যায়ের এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না। তিনি শোকে কাতর হয়ে উঠেছেন।

Subrata Mukherjee 1

   

বৃহস্পতিবার সন্ধ্যা বেলায় মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়িতে পুজোয় ব্যস্ত ছিলেন। আর সেই সময় ওনার কাছে এই শোকের সংবাদ পৌঁছায়। তিনি এক মিনিটও দেরি না করে সঙ্গে সঙ্গে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। তবে তিনি হাসপাতালে গেলেও প্রিয় সুব্রত দা’র মরদেহ দেখার সাহস যুগীয়ে উঠতে পারেন নি।

সরকারি শোকবার্তাতে স্মৃতিচারণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘ছাত্র আন্দোলনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন সুব্রতদা। সেই সময় থেকেই আমি ওনার সঙ্গে রয়েছি। ওনার নেতৃত্বতেই আমি বড় হয়েছিল। উনি রাজনীতি ছাড়াও বিভিন্ন সমাজসেবা মূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। ওনার সঙ্গে আমার দীর্ঘদিনে সুসম্পর্ক। আমার কাছে তিনি অভিভাবকের মতন ছিলেন। ওনার এভাবে চলে যাওয়া আমার কাছে বিরাট একটি ক্ষতি। রাজ্য তথা দেশের রাজনীতির জগতে বিরাট শূন্যতা রেখে গেলেন তিনি।”

প্রাপ্ত খবর অনুযায়ী, প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ রাজ্যের সমস্ত সরকারি দফতরে প্রয়াত সুব্রতবাবুকে শ্রদ্ধা জানাতে জাতীয় পতাকা অর্ধনমিত করে রাখা হবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর