‘ভোট দয়া করে তৃণমূল কংগ্রেসকে…..’ প্রচারের শেষ লগ্নে কি বললেন মমতা?

বাংলা হান্ট ডেস্কঃ রাত পোহালেই ভোট। রাজ্যের ৫ জেলার ছয়টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনকে কেন্দ্র করে এই মুহূর্তে উত্তেজনা তুঙ্গে। আরজিকর কান্ডের পর রাজ্যে প্রথম ভোট। বুধবার যে ছটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে সেই সমস্ত কেন্দ্রের বিধায়করা গত লোকসভা নির্বাচনে জিতে সংসদ হয়ে যাওয়ার তাদের শূন্য আসনে উপনির্বাচন হচ্ছে। প্রসঙ্গত ওই ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসন ছিল শাসক দল তৃণমূল কংগ্রেসের দখলে।

প্রচারের শেষ লগ্নে কি বললেন মমতা (Mamata Banerjee)?

তার মধ্যে একমাত্র মাদারিহাট ছিল বিজেপির দখলে। গত লোকসভা ভোটের পরেই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল শাসকদলের পক্ষেই ছিল। আর তৃণমূলের আশা এবারের উপনির্বাচনের পর ফল হবে ৬-০। অন্যদিকে আরজিকর কান্ডের পর যেভাবে রাজ্যের শাসকদলের সাধারণ মানুষ পথে নেমেছেন তাতে এবার সংখ্যাটা ওলট-পালট হয়ে যাবে বলেই একপ্রকার নিশ্চিত বিরোধীরা

কিন্তু একথা মানতে নারাজ রাজ্যের শাসক শিবির। তাঁদের দাবি আরজিকর কান্ডের যে প্রতিবাদ কলকাতার রাজপথে দেখা গিয়েছে তা ছিল মূলত শহুরে প্রতিবাদ। এর প্রভাব বৃহত্তর জনমানসে পড়েনি। তাছাড়া তৃণমূল নেতৃত্বের দাবি আরজিকর কান্ডের প্রতিবাদ মূলত শহুরে এলাকাতেই  সীমাবদ্ধ ছিল গ্রামীণ এলাকায় তার বিশেষ প্রভাব পড়েনি।

আর যে ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। তার মধ্যে অধিকাংশই মূলত গ্রাম অধ্যুষিত। তাই তৃণমূল শিবিরের দাবি এই উপনির্বাচনেই আরও  একবার বোঝা যাবে  সাধারণ মানুষ রাজ্য সরকারের সাথেই আছে। তাই সকলে আরও একবার তৃণমূলকে জিতিয়ে বিরোধীদের অস্তিত্ব আরো বিপন্ন করে তুলবে।

আরও পড়ুন: ভিখারির বাড়িতে হানা দিল NIA, তারপর যা হল…ভয়ে কাঁপছে এলাকাবাসী

আসন্ন উপনির্বাচনের প্রচার ইতিমধ্যেই সোমবার শেষ হয়েছে। আর একেবারে শেষ লগ্নে এসে দলের হয়ে ভোট চাইতে শোনা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। এদিন  দার্জিলিং যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মমতা (Mamata Banerjee)। এদিন জনসাধারণের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বাংলা সব সময়েই আপনাদের সঙ্গে আছে। আমরা ৩৬৫ দিনই আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকব। তাই আপনাদের ভোট দয়া করে তৃণমূল কংগ্রেসকে দেবেন। তাতে আপনার এলাকার উন্নয়নের কাজ তরান্বিত হবে। আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই, লোকসভা আমাদের প্রার্থীদের জিতিয়েছেন। তাঁরা কাজ করছেন। করবেনও।’

Mamta Banerjee

অন্যদিকে বিকেলে বাগডোগরা বিমানবন্দরের নামার পর মাদারিহাট কেন্দ্রে ভোটে জেতার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, ‘মানুষের কাজ আমরাই করছি, আগামীতে আমরাই করব। সিতাই ও মাদারিহাটে (উত্তরবঙ্গে) আমাদের প্রার্থী রয়েছে৷ আরও চার জন রাজ্যে আছে। মাদারিহাটে আমরা কোনও দিন জিতিনি। আমার আবেদন, এ বার তৃণমূলের প্রার্থীকে জেতান।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর