চুনী গোস্বামীর প্রয়ানে গভীর শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভারতীয় ফুটবলে ইন্দ্রপতন। না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি ভারতীয় ফুটবলার চুনী গোস্বামী। গতকাল বিকেলে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে 82 বছর বয়সে চিরনিদ্রায় চলে গেলেন চুনী গোস্বামী। 1962 সালে চুনী গোস্বামীর হাত ধরেই ভারত এশিয়ান গেমসে সোনা জিতেছিল। চুনী গোস্বামী প্রয়ানে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শোকবার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেন, বিখ্যাত ফুটবলার চুনী গোস্বামীর মৃত্যুতে আমি শোক প্রকাশ করছি। 82 বছর বয়সে তিনি আজ কলকাতার বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি ভারতের প্রকৃত ফুটবল তারকা ছিলেন। দেশ ও বাংলার জন্য অনেক সম্মান এনে দিয়েছেন চুনী গোস্বামী।

IMG 20200501 174924

এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, চুনী গোস্বামীর মৃত্যুতে ভারতীয় ক্রীড়া জগতে বিশেষ করে ফুটবল জগতে গভীর শূন্যতা তৈরি হয়েছে। চুনী গোস্বামীকে পশ্চিমবঙ্গ সরকার 2013 সালে ‘বঙ্গবিভূষন’ সম্মান প্রদান করেন।


Udayan Biswas

সম্পর্কিত খবর