এই মুহূর্তে ক্রিড়াক্ষেত্রে বাংলার সুদিন চলছে। একদিকে ফুটবলে অন্যদিকে ক্রিকেটে। এই মুহূর্তে ফুটবলে ভারতের জাতীয় লিগ আইলিগ জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে মোহনবাগান। অপরদিকে তেরো বছর পর ফের রঞ্জি ট্রফির ফাইনালে উঠলো বাংলা। শক্তিশালী কর্নাটকে হারিয়ে ইডেন গার্ডেন্সকে সাক্ষী রেখে ফাইনালে উঠেছে বাংলা।
বাংলার দেওয়া 352 রানের টার্গেট পূরণ করতে নেমে একদিন আগেই শেষ হয়ে গেল কর্নাটকের ইনিংস। বাংলার বোলার মুকেশ কুমারের আগুনের বোলিংয়ের সামনে মাত্র 177 রানেই শেষ হয়ে গেল কে এল রাহুল, মনিশ পান্ডেদের ইনিংস। ফলে এই ম্যাচে শক্তিশালী কর্নাটক কে হারিয়ে রঞ্জি ট্রফির ফাইনালে চলে গেল বাংলা।
বাংলার এই জয়ে সমস্ত পশ্চিমবঙ্গবাসীর সাথে সাথে দারুণ খুশি হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া। এইদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন বাংলার ক্রিকেট দলকে। সেই সাথে তিনি মনোজ তেওয়ারি, ঈশান পোড়েলদের এর কাছে দাবি রেখেছেন এবার রঞ্জি ট্রফি যাতে বাংলাতে আসে। কারণ এর আগে দীর্ঘ 30 বছর আগে বাংলা রঞ্জি ট্রফি জিতেছিল। তারপর 30 বছর বাংলার ঘরে আসেনি রঞ্জি ট্রফি, এবারে যাতে সেই রঞ্জি ট্রফি বাংলা ঘরে তুলতে পারেন সেই ব্যাপারে আশাবাদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেই সাথে বাংলার অধিনায়ক অভিমন্যূ ঈশ্বরনকে আলাদা ভাবে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।