বাংলা হান্ট ডেস্কঃ মেঘালয়ে আসন্ন বিধানসভা নির্বাচন (Assembly Election )। কিছুদিনের অপেক্ষা মাত্র। তারপর বছর ঘুরলেই ভোটানুষ্ঠান। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তার তোড়জোড়। সাথেই চলছে দল বদলির খেলা। এরই মধ্যে সোমবার তিনদিনের মেঘালয় (Meghalaya) সফরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee )। আগামী ১২ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত পূর্বাঞ্চলের এই ভিন রাজ্যেই থাকবেন তিনি। মেঘালয় সফরে তার দোসর তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জী (Abhishek Banerjee)। সেখানে দাঁড়িয়ে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে সরাসরি চ্যালেঞ্জ ছুড়বে শাসকদলকে।
সম্প্রতি, সেরাজ্যের ১১ বিধায়ক কংগ্রেস ছেড়ে ঘাসফুলে আসায় ইতিমধ্যেই মেঘালয়ে প্রধান বিরোধী দল হিসেবে নজির গড়েছে তৃণমূল। এর আগে মেঘালয়ে কোনও লড়াইতেই কখনও দেখা যায়নি তৃণমূলকে। এ বার সময় থাকতে কোমর বেঁধে ভোটের প্রস্তুতি শুরু করতে তিনদিনের সফরে মুখ্যমন্ত্রী পাড়ি দিচ্ছেন মেঘালয়ে।
ঠিক কি কি কর্মসূচি থাকছে তৃণমূল সুপ্রিমোর ? আপাতত তৃণমূলের তরফে শুধু মঙ্গলবারের কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে। আগামী ১২ ডিসেম্বর মেঘালয়ের উদ্দেশ্যে উড়ে যাবেন মুখ্যমন্ত্রী। সেদিন তিনি শিলং এ থাকবেন। পরেরদিন অর্থাৎ ১৩ তারিখ সেখানে কর্মিসভার পরিকল্পনা রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর। শিলংয়ের স্টেট জেনারেল লাইব্রেরিতে এই সভা হওয়ার কথা আছে।
সূত্রের খবর, তার এই সফরে সঙ্গে থাকবেন মেঘালয়ে তৃণমূলের পর্যবেক্ষক তথা রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়া। থাকবেন মুকুল সাংমাও। সবমিলিয়ে সমস্ত কর্মী সমর্থকদের নিয়ে জমজমাট সভার হাক দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। বিধানসভা নির্বাচন পূর্বে দুই তৃণমূল সুপ্রিমোর এই সফর কতটা তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে সেটাই দেখার জন্য মুখিয়ে রয়েছে বাংলা, মেঘালয় সহ গোটা দেশের রাজনৈতিক মহল।