বাংলাহান্ট ডেস্কঃ আজই হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। পায়ে ব্যাথা থাকার দরুন ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছে গিয়েছে তাঁর প্রয়োজনীয় হুইলচেয়ার। মুখ্যমন্ত্রীকে ছাড়ার আগে ছয় সদস্যের এক মেডিক্যাল বোর্ডের বৈঠকের পরই তাঁকে ছাড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
চিকিৎসায় ভালো সাড়া দেওয়ার পর বাড়ি যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই কারণেই শুক্রবার বিকেলেই অর্থো বিভাগীয় প্রধান ডাঃ মুকুল ভট্টাচার্য, সার্জারি অধ্যাপক ডাঃ ডিকে সরকার, কার্ডিওলজির বিভাগীয় প্রধান ডাঃ শঙ্কর মণ্ডল, নিউরো সার্জারি বিভাগীয় প্রধান শুভাশিস ঘোষ, অধ্যাপক ডাঃ বিমানকান্তি রায় এবং গ্যাস্ট্রোলজি বিভাগীয় প্রধান গোপালকৃষ্ণ ঢালি এক বৈঠকে বসেন।
তবে চিকিৎসকরা জানিয়েছেন, ছুটি দেওয়া গেলেও বাড়ি ফিরেও চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হবে মুখ্যমন্ত্রীকে। পায়ের উপর চাপ দিয়ে এখনই হাঁটা চলা করা যাবে না। হাসপাতালের মত করেই তাঁকে বাড়িতেও বিশ্রাম নিতে হবে।
প্রসঙ্গত জানিয়ে রাখি, গত বুধবার নন্দীগ্রামে মনোনয়ন শেষে প্রচারের সময় গাড়ির দরজায় চাপা খেয়ে পায়ে গুরুতর আঘাত পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তৎক্ষণাৎ তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পায়ে আঘাত লাগার কারণে তাঁর পা ফুলে গিয়ে, শ্বাসকষ্টও শুরু হয়েছিল মুখ্যমন্ত্রীর।
সেদিন রাতেই এমআরআই করার জন্য় বাঙুর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসে নিয়ে যাওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীকে। সেখান থেকে এমআরআই করার পর আবারও এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাঁর আরোগ্য লাভের আসায় প্রচুর সংখ্যক তৃণমূল কর্মী সদস্যরা হাসপাতালের বাইরে অপেক্ষা করছিলেন।