বাতিল আধার? নো টেনশন, এবার বিকল্প কার্ড দেবে রাজ্য সরকার, কিভাবে মিলবে? বিরাট ঘোষণা মমতার

বাংলা হান্ট ডেস্কঃ ‘‘যাদের আধার কার্ড বাতিল হয়েছে তাদের আলাদা কার্ড দেবে রাজ্য।” লোকসভা ভোটের আগে আধার (Aadhar Card) সমস্যা সমাধানে বিরাট ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর দাবি, যাদের যাদের আধার বাতিল হচ্ছে তাদের আধারের বিকল্প কার্ড তৈরি করে দেবে রাজ্য সরকার৷ রাজ্য সরকারের তরফেই ওই পরিচয়পত্র সকলের হাতে তুলে দেওয়া হবে৷ সোমবার এই বিষয়ে পদক্ষেপ করতে বিশেষ পোর্টাল চালুর কথাও ঘোষণা করেন মমতা।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা একটি ওয়েব পোর্টাল চালু করছি। যাদের যাদের আধার বাতিল করে দিচ্ছে তারা এই পোর্টালে জানান। সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাবেন। আমরা ব্যবস্থা করে দেব। যাদের নাম কেটেছে, তাদের আমরা আলাদা কার্ড দেব। মানুষকে বঞ্চিত হতে দেব না। সবাই সব সুযোগ সুবিধা পাবেন।’

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের দেওয়া আধারের বিকল্প কার্ডের মাধ্যমে সরকারি যাবতীয় প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রকে তুলোধোনার পাশাপাশি আধার সমস্যা সমাধানে বড়সড় ঘোষণা করেন। ইতিমধ্যেই ‘আধার গ্রিভ্যান্সেস পোর্টাল’ নামে একটি পোর্টাল তৈরি করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। আগামিকাল থেকে সেই পোর্টাল শুরু হবে বলে জানিয়ে দেন মমতা।

মুখ্যমন্ত্রী জানান, যাদের আধার কার্ড বাতিল হয়েছে, তারা রাজ্যের তৈরী পোর্টালে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। নির্দিষ্ট সময়ে বিকল্প কার্ড আবেদনকারীর ঠিকানায় পৌঁছে দেবে সরকারই। যে যে ক্ষেত্রে আধার ব্যবহার করা হত, সেই সমস্ত জায়গায়ই এই বিকল্প কার্ড ব্যবহার করে সুবিধা পাবেন সাধারণ মানুষ।

mamata

আরও পড়ুন: কীর্তি ফাঁস! কিভাবে ঋষি অরবিন্দ ময়দান হল ‘শেখ শাহজাহান ফ্যান ক্লাব’? উঠে এল জ্যোতিপ্ৰিয় যোগ

উল্লেখ্য, সম্প্রতি অভিযোগ ওঠে রাজ্যের বিভিন্ন প্রান্তের বাসিন্দাদের আধার কার্ড বাতিল করে দিয়েছে কেন্দ্র সরকার। বাংলার প্রায় ৬০ জনের কার্ড বাতিল করা হয়েছে বলে অভিযোগ সামনে আসে। যা নিয়ে তুমুল শোরগোল পড়ে যায়। গতকালই বীরভূমের সিউড়ি থেকে এই নিয়ে কেন্দ্রকে তোপ দাগেন মমতা। সাধারণ মানুষের অভিযোগ জানানোর জন্য মুখ্যসচিবকে একটি অনলাইন পোর্টাল তৈরির নির্দেশ দেন। এই পরিস্থিতিতে এবার আধারের বিকল্প কার্ডের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর