বাংলা হান্ট ডেস্ক ঃ এবার রাস্তার বখাটে ছেলেদের দলে আনার কথা বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কাঁচরাপাড়া থেকে দলের নেতা-নেত্রীদের এমনই ইঙ্গিত দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ” রাস্তার বখাটে ছেলেদের দলে আনুন। দল বাড়ান। আর যাদের কাজ প্রয়োজন তারা বায়োডাটা আমায় দাও, আমি কোথাও না কোথাও ব্যবস্থা করব।”
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “ইভিএম চাইনা, ব্যালট চাই। এই দাবিতে ২১শে জুলাই থেকে লড়াই শুরু করতে হবে।
বাঙ্গালীদের বিরুদ্ধে ভোট দিতে বলেছে বিজেপি।আমি বাঙালি -বিহারি বিরোধ চাই না।” তার কথার মধ্যে দিয়ে ঠিক কি ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী, সেটাই এখন দেখার বিষয়।