‘অল্পের জন্য প্রাণে বেঁচেছি’, দুর্ঘটনার ভয়াবহতা নিজেই জানালেন মমতা, চোট নিয়ে কী লিখলেন নেত্রী?

বাংলা হান্ট ডেস্কঃ উত্তরবঙ্গে কপ্টার দুর্ঘটনার পর এখন কেমন আছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)? এই প্রশ্নই চারা দিচ্ছিলো সকল রাজ্যবাসীর মনে। তবে এবার মানুষের উৎকণ্ঠা কাটালেন খোদ তৃণমূল সুপ্রিমো। বৃহস্পতিবার নিজের এক ফেসবুক বার্তায় মমতা জানান অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন তিঁনি। পাশাপাশি তাঁর দ্রুত আরগ্য কামনায় যে ভাবে সাধারণ মানুষ প্রার্থনা করেছে, তাতে যে তিনি রীতিমতো আপ্লুত সেকথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

ঠিক কী লিখলেন তৃণমূল সুপ্রিমো? ফেসবুক বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘‘আমার সুস্থতার জন্য সকলের শুভকামনায় আমি আন্তরিক ভাবে মুগ্ধ হয়েছি। মঙ্গলবার হেলিকপ্টারটি সেবক এয়ারবেসে জরুরি অবতরণ করায় আমি অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছি।’’ মুখ্যমন্ত্রী আরও লেখেন, ‘‘সর্বশক্তিমানের দয়া এবং মেডিক্যাল টিমের প্রাণপণ প্রচেষ্টায়, আমি সুস্থ হয়ে উঠছি এবং বাড়িতে ফিজিয়োথেরাপি সেশন করছি।’’ আজ রাজ্যজুড়ে পালিত হচ্ছে খুশির ইদ উৎসব। তবে এবার ইদের নমাজে (Eid-Ul-Adha Namaz) উপস্থিত থাকতে পারলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে ইদ উৎসবে উপস্থিত না থাকলেও আজ সকালে সোশ্যাল মিডিয়ায় নিজের ফেসবুক পেজের মাধ্যমে সকলকে ইদ-উল-আযহা উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন মমতা। পাশাপাশি ফেসবুক পেজের মাধ্যমে সকলকে শুভেচ্ছাবার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

বৃহস্পতিবার ইদের উৎসব উপলক্ষে নিজের ফেসবুক বার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘ইদ-উল-আযহা উদ্‌যাপনকারী প্রত্যেকের জন্য, এই শুভ উপলক্ষের আনন্দ, ভালবাসা এবং আশীর্বাদে আপনার ঘরগুলি পরিপূর্ণ হোক। আপনাকে এবং আপনার প্রিয়জনকে ঈদ মোবারক!’’ অন্যদিকে গতকাল ছিল উল্টোরথ। ফেসবুক বার্তায় সেই উৎসবের শুভেচ্ছা জানিয়ে মমতা লেখেন, ‘‘উল্টোরথ উপলক্ষে, ভগবান জগন্নাথের ঐশ্বরিক আশীর্বাদ সকলের জীবনে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য বয়ে আনুক।’’

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট পূর্বে প্রচারের জন্য সোমবার উত্তরবঙ্গ যান মুখ্যমন্ত্রী। এরপর মঙ্গলবার জলপাইগুড়ি থেকে উড়ানের পরই দুর্যোগের কবলে মধ্যে পড়ে মমতার হেলিকপ্টার। বৈকুণ্ঠপুরের জঙ্গলের ওপর দিয়ে যাওয়ার সময় প্রবল ঝড়-বৃষ্টির দরুন সেবকে বায়ুসেনার ঘাঁটিতে জরুরি অবতরণ হয়। সেই সময়ই নামতে গিয়ে কোমরে এবং পায়ে ভীষণ ভাবে চোট পান মুখ্যমন্ত্রী।

এরপর তড়িঘড়ি ছুটে আসে সেনারা। মুখ্যমন্ত্রীকে এসকর্ট করে নিয়ে যাওয়া হয় বায়ুসেনাঘাঁটিতে। পরিস্থিতি কিছুটা আয়ত্তে আসে। তারপর কলকাতার উদ্দেশে রওনা দেন তৃণমূল সুপ্রিমো। কলকাতায় নেমেই তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে৷ এরপর সন্ধেয় হাসপাতালের মেডিকেল বুলেটিন তরফে জানানো হয়, মুখ্যমন্ত্রী বাঁ হাঁটুর লিগামেন্টে চোট পেয়েছেন৷ তাঁর এমআরআই-এর রিপোর্টে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর বাঁ পায়ের হাঁটু ও হিপ জয়েন্টের লিগামেন্টে আঘাত লেগেছে৷

চিকিৎসকেরা মমতাকে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসার পরামর্শ দিলেও বাড়িতে থেকেই চিকিৎসা করাবেন বলে জানান তৃণমূল সুপ্রিমো। এরপর থেকে বাড়িতেই রয়েছেন তিঁনি। আজও মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার ওপর নজর রাখবেন চিকিৎসকরা। চলবে ফিজিওথেরাপি। সবটাই বাড়িতে থেকে। দুদিন ধরে ওষুধে কতটা উন্নতি হল, সেসব খতিয়ে দেখবেন চিকিৎসকরা। ভালো খারাপ অবস্থা বুঝে আগামীকাল ফের এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে এসএসকেএম সূত্রে জানানো হয়েছে।

গতকালও মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা করতে তাঁর কালীঘাটের বাড়িতে যান চিকিৎসকরা। টানা দু’ঘণ্টা ফিজিওথেরাপি চলে। আপাতত মুখ্যমন্ত্রীকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। স্বল্প উচ্চতা থেকে নামতে গিয়ে লিগামেন্টে চোট লাগায় কম করে এক সপ্তাহের বিশ্রাম প্রয়োজন বলে জানান চিকিৎসকরা। আপাতত বাড়িতে থেকেই চিকিৎসা চলছে তাঁর।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর