দেশ সবার আগে, লাদাখ পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

বাংলাহান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রীর ডাকা সর্বদল বৈঠকে থাকছেন মমতা ব্যানার্জী (Mamata Banerjee)। চিন ইস্যুতে সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ প্রধানমন্ত্রীর অফিস টুইটারে জানিয়েছে, ‘ভারত-চিন সীমান্ত পরিস্থিতি নিয়ে ১৯ জুন বিকেল ৫টায় সর্বদল বৈঠকের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী ৷ ভার্চুয়াল বৈঠকে সব রাজনৈতিক দলকে যোগ দেওয়ার আবেদন করা হচ্ছে৷’ আর বৈঠকে থাকবেন খোদ মুখ্যমন্ত্রী।

করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের ডাকা বুধবারের বৈঠকে হাজির না হলেও চিনা আগ্রাসন মোকাবিলায় প্রধানমন্ত্রীর ডাকা সর্বদল বৈঠকে যোগ দিতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। শুক্রবার লাদাখ পরিস্থিতি নিয়ে ভিডিয়ো কনফারেন্সিংয়ে যোগ দেবেন মমতা। এমনটাই জানা গিয়েছে নবান্ন সূত্রে। বৃহস্পতিবারই ওই বৈঠকের আমন্ত্রণপত্র পৌঁছেছে নবান্নে।

mamata banerjee 1577383703

বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে মমতা বলেন, এটা দেশের ব্যাপার তাই তিনি থাকবেন। এই মোকাবিলায় কেন্দ্রীয় সরকার কি করতে চায় সেটা তারাই সিদ্ধান্ত নিক, তৃণমূল-কংগ্রেস আলাদা ভাবে কিছু বলে না। তৃণমূল দেশের পাশে আছে। মানুষের স্বার্থে কাজ করে।

pmmodi6

সূত্রের খবর, ওই বৈঠকে পরিস্থিতি মোকাবিলায় পরামর্শও দিতে পারেন মমতা।  বুধবার করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী ডাকা বৈঠকে যোগ দেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বক্তার তালিকায় নাম না থাকায় যোগ দেননি তিনি। ওই সময় নবান্নে চিকিৎসকদের নিয়ে করোনা মোকাবিলার রণনীতি তৈরি করছিলেন মমতা। পরে সাংবাদিক সম্মেলনে মমতা বলেন, ‘বলে না দেওয়ায় আমার কোনও রাগ নেই। আমরা তৃণমূল স্তরে করোনা মোকাবিলার পরিকল্পনা করছিলাম।’


সম্পর্কিত খবর