বিধানসভা ভোটের আগে নয়া চমক! অর্থমন্ত্রী নয়, বাজেট পেশ করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

বাংলাহান ডেস্কঃ বিধানসভা নির্বচানের আগেই এক নয়া চমকের সাক্ষী হতে চলেছে বঙ্গবাসী। প্রথমবার রাজ্য বাজেট পেশ করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (mamata banerjee)। সমস্যা থাকার দরুণ ইতিমধ্যেই রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে মুখ্যমন্ত্রীর বাজেট পেশ করার অনুমতি চেয়েছেন খোদ অর্থমন্ত্রী অমিত মিত্র (Amit Mitra)।

বাংলায় নির্বাচন আসন্ন। এদিকে আবার করোনা সংক্রমণের কারণে সরকারিভাবে এখনও করোনা আবহের বিধি নিষেধ মান্য করার নির্দেশ দেওয়া রয়েছে। করোনা আবহে অর্থমন্ত্রী অমিত মিত্রকে বাইরে বেরোতে নিষেধ করেছেন চিকিৎসকরা। এরই মধ্যে আবার দ্বিতীয় দফার শেষ বাজেট পেশ নিয়ে সংশয় ছিল শাসক মহলে। অন্য কোন মন্ত্রীকে দিয়েও বাজেট ঘোষণা করা যেত। কিন্তু অর্থমন্ত্রী অপারক হওয়ায় নিজেই গুরু দায়িত্ব কাঁধে তুলে নিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

mamata759

নিজের সমস্যা থাকার কারণে ইতিমধ্যেই রাজ্যপালের কাছে চিঠি পাঠিয়ে এবারের বাজেট পেশ করা থেকে অব্যাহতি চেয়েছেন অর্থমন্ত্রী অমিত মিত্র। জানা গিয়েছে, অর্থমন্ত্রীর আবেদন মঞ্জুরও করেছেন রাজ্যপাল। আরও জানা গিয়েছে, নির্বাচনের মুখে পূর্ণাঙ্গ বাজেট না পেশ করে, ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হবে রাজ্য সরকার।

ইতিমধ্যেই বাম এবং কংগ্রেস এই বাজেট বক্তৃতা বয়কট করলেও, নির্বাচনের পূর্বে বাজেট পেশে নয়া চমকের জন্য অপেক্ষা করছে বাংলার মানুষ। অর্থমন্ত্রীর বদলে অন্য কোন মন্ত্রীকে দিয়েও বাজেট পেশ করা যেত। কিন্তু যেহেতু মুখ্যমন্ত্রী এবারের বাজেট পেশ করবেন, তাই ধারণা করা হচ্ছে ভোটের আগে বাংলার মানুষের জন্য থাকতে পারে কোন বড় চমক।


Smita Hari

সম্পর্কিত খবর