পুলিশ দিবস উপলক্ষ্যে গান বাঁধলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, পরিবেশনায় ইন্দ্রনীল সেন

বাংলাহান্ট ডেস্কঃ ৮ ই সেপ্টেম্বর, গোটা বাংলা (West bengal) জুড়ে পালিত হবে পুলিশ দিবস (Police day)। বছরের প্রতিটি সময় সাধারণ মানুষের সুরক্ষার্থে নিজেদের পরিবারের কথা না ভেবে সর্বদা নিজেদের কর্তব্যে অবিচল থেকে এই পুলিশকর্মী মানুষগুলো। যেকোন উৎসব অনুষ্ঠানে একদিকে যখন সকলে পরিবারের সাথে আনন্দে সময় কাটায়, সেইসময় তারা রাস্তায় রাস্তায় টহল দিয়ে বিভিন্ন সমস্যার মোকাবিলা করে।

পুলিশদের অবদান
বছরের সাধারণ সময়ের কাজের সাথে এবছর অতিরিক্ত পাওনা হিসাবে জুটেছিল করোনা ভাইরাস। সমগ্র বিশ্ব যখন করোনা ভাইরাসের ভয়ে ঘরে সিটিয়ে রয়েছে, তখনও এই পুলিশকর্মীরা রাস্তায় বেরিয়ে তাঁদের কর্তব্য পালন করে গেছেন। কোন নাগরিক বিনা সুরক্ষায় রাস্তায় বেরিয়েছেন কিনা, আবার কোথাও প্রবীণ নাগরিকের বাড়িতে করোনা আবহে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া, কোন কিছুতেই তাঁদের না ছিল না।

15th aug 2

পালিত হবে পুলিশ দিবস
বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তাই সকল পুলিশকর্মীকে সম্মান জানাতে ১ লা সেপ্টেম্বর পুলিশ ডে বা পুলিশ দিবস উদ্‌যাপণের দিন নির্ধারন করেছিলেন। কিন্তু প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্র‌য়াণের কারণে ওই দিন ছুটি ঘোষণা করায় পুলিশ দিবস পালনের দিন ৮ ই সেপ্টেম্বর নির্ধারন করা হয়। আর সেই উপলক্ষ্যেই এক নতুন গান বাঁধলেন মুখ্যমন্ত্রী।

সম্মান জানিয়ে গাওয়া হবে গানও
এইদিন রাজ্যের পুলিশদের প্রশংসা করে বিভিন্ন আনন্দ অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের সম্মান জানানো হবে। সূত্র মারফত জানা গেছে, সেই উপলক্ষেই ‘উ‌ই স্যালুট ইউ, পুলিশ ডে, উই স্যালুট ইউ…’‌ গান লিখে তাতে সুর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর লেখা গান পরিবেশ করবেন রাজ্যের তথ্য সংস্কৃতি ও পর্যটন দফতরের রাষ্ট্রমন্ত্রী ইন্দ্রনীল সেন। এই গানের মধ্যে দিয়েই করোনা আবহেও পুলিশদের কর্তব্যের কথা ফুটিয়ে তুলেছেন মুখ্যমন্ত্রী।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর