মহা ফাঁপরে কেন্দ্র, ভোটের আগে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এল সুখবর! ঘোষণা খোদ মুখ্যমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্ক ‌: সাম্প্রতিক অতীতে এক সাক্ষাৎকারে অমিত শাহকে ওপিএস নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান অমিত শাহ (Amit Shah), সরকারি কর্মচারিরা পুরনো পেনশন (Pension) স্কিমের দাবি করছেন বটে। তবে পুরনো স্কিম ফিরিয়ে আনার আগে সরকারি কোষাগারের হিসেব নিকেষ করা জরুরি। যদিও সরকারি কর্মচারীদের (Government Employees) এই দাবিকে একেবারে উড়িয়েও দেননি তিনি। গতকালও একইভাবে কমিটির আওয়াতায় ফেলে দিলেন বিষয়টিকে।

amit shah watching

   

ওপিএস নিয়ে বড় বয়ান মুখ্যমন্ত্রীর 

অমিত শাহের এই বক্তব্যে সরকারি কর্মচারীরা একটু আশার আলো দেখলেও মুখ্যমন্ত্রী অশোক গেলহট (Ashok Gehlot) কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি। এইদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি লেখেন, ‘কংগ্রেস ওপিএস গ্যারান্টি দেয়। আর বিজেপি একটি কমিটির প্রস্তাব করে। এটাই কংগ্রেস ও বিজেপির মধ্যে, গ্যারান্টি এবং কমিটির মধ্যে পার্থক্য। শাহজি, আমাদের কমিটমেন্ট দরকার, কমিটি নয়। আমরা গ্যারান্টি দিচ্ছি যে এখন যখন এখানে ওপিএস বাস্তবায়িত হয়েছে, তখন আমরা একটি আইন প্রণয়ন করে এটিকে স্থায়ী করব। এটাই জনগণের সিদ্ধান্ত।’

আরও পড়ুন : এক রিচার্জে সারা বছরের টেনশন থেকে মুক্তি! ঝটপট দেখে নিন Jio-Airtel এর এই দুটি সেরা প্ল্যান

বড় ঘোষণা সরকারি কর্মচারীদের জন্য 

জানিয়ে রাখি, ইতিমধ্যেই ওপিএস নিয়ে তৎপর হয়েছে রাজস্থান সরকার। দিনকয়েক আগেই সরকারি কর্মচারিদের জন্য বড় ঘোষণা করেছেন অশোক গেলহট। তিনি বলেন, ‘যদি বিজেপি রাজস্থানে সরকারে আসে তাহলে ওপিএস তুলে দেবে। আমরা নতুন সরকার গঠন করলে বিধানসভায় এমন আইন আনব যাতে ওপিএস কখনও তোলা না যায়।’

আরও পড়ুন : চাকরি নয়, চাষ করেই লাখপতি ২২ বছরের যুবক! জেনে নিন সেই বিশেষ পদ্ধতি

পুরনো পেনশনের দাবিতে আন্দোলন 

একথা অনেকেই জানেন যে, বিগত বেশকিছুদিন ধরেই পেনশন নিয়ে তোলপাড় হয়ে আছে রাজনৈতিক মহল। সরকারি কর্মচারীদের দাবি, আবারও পুরনো পেনশন ব্যবস্থা চালু করতে হবে। কর্মচারিদের পাশাপাশি বিরোধীরাও আওয়াজ তুলেছে এই নিয়ে। মল্লিকার্জুন খাড়গে থেকে শুরু করে একাধিক কংগ্রেস নেতা বিষয়টা নিয়ে সরব হয়েছেন। দিল্লির মাটিতে ‘পেনশন শঙ্খনাদ মহাব়্যালি’-র আয়োজনও করা হয়েছিল।

ওপিএস এবং এনপিএস এর পার্থক্য 

রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, আসন্ন লোকসভা ভোট বৈতরণী পার করার জন্যই ওপিএস-কে হাতিয়ার করতে চাইছে কংগ্রেস। প্রসঙ্গত উল্লেখ্য, নয়া পেনশন প্রকল্প নির্ভর করে কত টাকা জমানো হয়েছে, কত বছরে চাকরিতে যোগ দিয়েছেন, কী ধরনের বিনিয়োগ করা হয়েছে, বিনিয়োগ থেকে কত আয় হয়েছে – এই সমস্ত বিষয়গুলির উপর। যেখানে পুরনো পেনশন প্রকল্পে, চাকরিজীবনের শেষ দিকের বেতনের ৫০ শতাংশ পেনশন হিসেবে পাওয়া যায়।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর