বাংলায় ব্যান! গেরুয়া রাজ্য উত্তরপ্রদেশে ‘দ্য কেরালা স্টোরি’ ট্যাক্স ফ্রি করল যোগী সরকার

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ চর্চার শিরোনামে সুদীপ্ত সেন পরিচালিত ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story)। একদিকে বাহবা, অন্যদিকে সমালোচনার ঝড়! দেশ জুড়ে বিভিন্ন মহলে বহু তর্ক-বিতর্কের মাঝেই উত্তরপ্রদেশে (Uttar Pradesh) করমুক্ত (Tax Free) করা হল এই ছবি। জানা গিয়েছে, যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) এই ছবিটিকে করমুক্ত করার নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত, যোগী রাজ্যের পাশাপাশি ইতিমধ্যেই মধ্যপ্রদেশেও করমুক্ত করা হয়েছে এই ছবিটি।

কেন এত বিতর্ক এই ছবিকে ঘিরে? ইসলামের আগ্রাসন, জোর পূর্বক ধর্মান্তরণ, লভ জিহাদ সংক্রান্ত বিষয়ের উপর ভিত্তি নির্মাণ করা হয়েছে এই ছবি। ‘দ্য কেরালা স্টোরি’র ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই নেমেছে সমালোচনার ঢল। কারণ ট্রেলারে দাবি করা হয় যে, কেরলের ৩২ হাজার মহিলা নিখোঁজ। পড়ে জানা যায় তারাই নাকি আইএসিস-এ যোগ দেন। অন্যদিকে, শুধু সমালোচনাতেই শেষ নয়। বিতর্কের জল গড়িয়েছে সটান আদালত পর্যন্ত।

তবে সমস্ত বাধা-বিপত্তি, প্রতিকূলতাকে অতিক্রান্ত করে গত সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বহু ‘বিতর্কিত’ এই ছবি। তবে তাতেও স্বস্তি নেই। গতকালই বাংলায় এই ছবি নিষিদ্ধ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। গোটা ভারতবর্ষে পশ্চিমবঙ্গ প্রথম রাজ্য যেখানে এই ছবি নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। বলা হচ্ছে, বাংলায় শান্তি বজায় রাখতেই নাকি এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে রাজ্যে কোনও হিংসা ও অপরাধের ঘটনা না ঘটে।

শুধু তাই নয় তৃণমূল সুপ্রিমোর অভিযোগ, ‘দ্য কেরালা স্টোরি’র গল্প মনগড়া। পাশাপাশি বিজেপি সরকার মনগড়া এবং ভুল গল্প দিয়ে বাংলা ফাইল তৈরি করতে চল নির্মাতাদের অর্থ দিচ্ছে বলেও দাবি মমতার। এই নিয়েই যখন গতকাল থেকে উত্তাল রাজনীতি বিনোদন দুনিয়া, সেই আবহেই যোগীর রাজ্যে করমুক্ত করা হল ‘দ্য কেরালা স্টোরি’।

the kerala story

এই বিষয়ে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক বলেন, ‘‘আমি চাই উত্তরপ্রদেশের জনগণ দেখুন ও জানুন, আমাদের বোনেরা কী ভাবে যন্ত্রণা পেয়েছেন।’’ অন্যদিকে, ইতিমধ্যেই ছবি নিয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি কর্নাটকের নির্বাচনী প্রচারে গিয়ে ‘দ্য কেরালা স্টোরি’কে প্রশংসায় ভরিয়ে দেন মোদীজি। তারপরই মধ্যপ্রদেশে এই ছবিকে ট্যাক্স ফ্রি করা হয়।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X