বাংলা হান্ট ডেস্কঃ সরকারি কর্মীদের বিরুদ্ধে বড় অভিযোগ! বছর শেষের আগেই এবার কড়া হুঁশিয়ারি রাজ্য সরকারের। জানা যাচ্ছে, কয়েকজন সরকারি কর্মচারীর (Government Employees) বিরুদ্ধে প্রভাব খাটিয়ে বদলি এবং পোস্টিংয়ের অভিযোগ উঠেছে। আর তাতেই চটেছে সরকার। ইতিমধ্যেই কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সরকারি কর্মীদের (Government Employees) ওপর চটে লাল সরকার!
নিয়ম বলছে, কোনও সরকারি কর্মী নিয়োগ, বেতন, পদোন্নতি সহ চাকরির অন্যান্য শর্তাবলির অধীন কোনও বিষয় এবং স্বার্থরক্ষার জন্য কোনও কর্তৃপক্ষের ওপর প্রভাব বিস্তার করতে পারেন না বা প্রভাব বিস্তার করার চেষ্টা করতে পারেন না। তা সত্ত্বেও কয়েকজন সরকারি কর্মচারীর বিরুদ্ধে প্রভাব খাটিয়ে বদলি এবং পোস্টিংয়ের অভিযোগ ওঠাতেই চটেছে সরকার। সম্প্রতি ওড়িশা সরকারের (Government of Odisha) কয়েকজন সরকারি কর্মীদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
জানা যাচ্ছে, ইতিমধ্যেই এই নিয়ে একটি চিঠি জারি করেছেন ওড়িশার মুখ্যসচিব মনোজ আহুজা। সেখানে বলা হয়েছে, নিজেদের পছন্দের জায়গায় পোস্টিং কিংবা বদলির জন্য সরকার এবার কর্মীদের (Government Employees) প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কোনও রকম প্রভাব বিস্তার করতে বারণ করছে। এই ধরণের প্রভাব খাটানো ওড়িশা গভর্নমেন্ট সার্ভেন্টস কন্ডাক্ট রুলসের (১৯৫৯) রুল ২৩-এর লঙ্ঘন বলে স্মরণ করিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ মৌখিক অতীত! এবার দিতে হবে চিঠি! প্রধান বিচারপতি হয়েই কড়া নির্দেশ সঞ্জীব খান্নার
মুখ্যসচিবের জারি করা চিঠিতে আরও বলা হয়েছে, সরকারি কর্মীরা চাকরির সব বিষয়ে স্বচ্ছতা এবং ন্যায্যতার নীতি বজায় রেখে সততা ও আচরণের সর্বোচ্চ মান বজায় রাখবেন বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যেই মুখ্যসচিবের জারি করা এই চিঠি নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
সরকারের বক্তব্য, সরকারি কর্মীদের (Government Employees) বদলি বেশ কয়েকটি জিনিসের ওপর ভিত্তি করে হয়। প্রশাসনিক দরকার, যোগ্যতার বিবেচনা ও প্রতিষ্ঠিত পদ্ধতি মেনে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কিন্তু সেসব না মেনে ওড়িশার সরকারের কয়েকজন সরকারি কর্মচারীর বিরুদ্ধে প্রভাব খাটিয়ে বদলি ও পোস্টিংয়ের অভিযোগ ওঠাতেই কড়াকড়ির পথে হাঁটলেন সেই রাজ্যের মুখ্যসচিব। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে নিজের পছন্দসই জায়গায় বদলি কিংবা পোস্টিং যে বরদাস্ত হবে না তা কার্যত পরিষ্কার করে দিলেন তিনি।