ভারতের প্রতিটি নাগরিকদের কাছে এই মুহুর্তে অতি গুরুত্বপূর্ণ আধার (AADHAR) কার্ড। শুধু পূর্ণবয়স্ক নয় শিশুদের জন্যও সমান গুরুত্বপূর্ণ আধার। আধার না থাকলে অনেক সুবিধা থেকেই বঞ্চিত হবে আপনার শিশু। মোদি সরকার জানিয়েছে এবার থেকে কোনো শিশুর আধার তৈরি করতে লাগবে না কোনো ডকুমেন্ট। পাশাপাশি এটি সম্পূর্ণ বিনামূল্যে।
শিশুর জন্মের ৫ বছরের মধ্যে প্রাথমিক আধার কার্ড তৈরি করে নিতে হবে। ১৫ বছর বয়স হয়ে গেলে করে নিতে হবে বায়োমেট্রিক আপডেট। এর জন্য কোনো টাকাই লাগবে না শুধু আপনার বাড়ির শিশুকে নিয়ে যেতে হবে নিকটবর্তী আধার কেন্দ্রে। বায়োমেট্রিক আপডেট করার জন্য শিশুর আগের আধার নম্বর আবশ্যিক।
আধারের পাশাপাশি এবার বাড়ি বসেই বানানো যাবে শিশুর রেশন কার্ডওজেনে নিন কিভাবে বাড়ি বসেই করবেন রেশন কার্ড আপিডেট
কি কি নথি লাগবে
১. রেশন কার্ডে পরিবারের শিশুর নাম যোগ করতে চাইলে পরিবারের প্রধানের রেশন কার্ড আসল ও জেরক্স। শিশুর জন্ম শংসা পত্র ( বার্থ সাটিফিকেট) ও মায়ের আধার নম্বর লাগবে।।
২. নতুন বিবাহিত পুত্রবধুর জন্য তার আধার কার্ড, বিবাহের শংসাপত্র৷ স্বামীর রেশন কার্ড ও আধার কার্ড লাগবে। এছাড়া আগে রেশন কার্ড থাকলে তা যে সরানো হয়েছে সেই প্রমাণও লাগবে।
কি করতে হবে?
• প্রথমে রাজ্যের খাদ্য বিভাগের ওয়েবসাইটে যেতে হবে।
• সেখানে একটি লগইন আইডি তৈরি করতে হবে।
• লগইন করার পর এই ওয়েবসাইটের হোম পেজে আপনার নতুন সদস্যের নাম যুক্ত করার নির্দিষ্ট স্থানে গিয়ে ফর্মটি ফিল আপ করতে হবে।
• এর পর বিভিন্ন নথির স্ক্যানড কপি আপলোড করে ফর্ম সাবমিট করতে হবে ৷
• ফর্ম সাবমিট করার পর আপনাকে একটি রেজিষ্ট্রেশন নম্বর দেওয়া হবে যা দিয়ে আপনি জানতে পারবেন আধিকারিক আপনার কার্ডটি আপডেট করলেন কিনা।