বাংলাহান্ট ডেস্ক: আট থেকে আশি অভিনয় সবার জন্য। হিরো ভিলেনদের একটি ছবি বা সিরিয়ালে যতটা গুরুত্ব, একজন শিশুশিল্পীর (Child Artist) গুরুত্বও কিন্তু তার তুলনায় কোনো অংশে কম নয়। বহু বছর ধরেই সিনেমায় গল্পের প্রয়োজনে শিশুশিল্পীদের দিয়ে অভিনয় করিয়েছেন পরিচালকরা। তাদের মধ্যে কয়েকজনের অভিনয় দাগ কেটে গিয়েছে দর্শকদের মনে। এদের মধ্যেই একজন হলেন অংশু বাচ (Ansu Bach)।
নব্বইয়ের দশকের বাংলা ছবিতে অন্যতম জনপ্রিয় শিশুশিল্পী ছিলেন অংশু। রাজু আঙ্কেল, বন্ধন, অগ্নি, এমএলএ ফাটাকেষ্টর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। অংশুর অভিনয়ের কেরিয়ার শুরু হয় হরনাথ চক্রবর্তী পরিচালিত এবং জিৎ ও কোয়েল মল্লিক অভিনীত নাটের গুরু দিয়ে।
ছোট থেকেই স্কুল এবং পাড়ায় টুকটাক নাটক করতেন অংশু। পাড়ারই একজনের পরামর্শে জিতের ছবিতে শিশুশিল্পীর চরিত্রের জন্য অডিশন দিতে যান তিনি। কিন্তু তখন অন্য একজনকে আগেই বেছে নিয়েছিলেন নির্মাতারা। সেদিন অংশু বাড়ি ফিরে আসলেও পরে তাঁকে আবারো ডেকে পাঠানো হয়। নির্বাচন করা হয় তাঁকেই।
নাটের গুরুর পর রবি কিনাগীর বন্ধন ছবিতে জিৎ ও কোয়েলের সঙ্গে কাজ করেন অংশু। পর পর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী, ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও অভিনয় করেছেন তিনি। দশম শ্রেণিতে ওঠা পর্যন্ত শিশুশিল্পী হিসাবেই অংশুকে দেখা গিয়েছিল ছবিতে। মোট ২০ টি ছবিতে অভিনয় করেছিলেন তিনি।
তারপর দীর্ঘ ছয় বছরের বিরতি শেষে নতুন করে অভিনয়ে ফেরেন অংশু। টেক কেয়ার নামে একটি শর্ট ফিল্ম, মনসুন মেলোডিজ নামে একটি ওয়েব সিরিজ এবং কে আপন কে পর সিরিয়ালেও অভিনয় করেছেন তিনি। বছর ২৭ এর অংশু বলেন, শিশুশিল্পী হিসাবে ইন্ডাস্ট্রিতে প্রতিযোগিতাটা টের পাননি তিনি। কিন্তু এখন বুঝতে পারছেন টলিউডে জায়গা পাকা করাটা আদৌ সহজ নয়।