কুরবানির সময় ছুরি ফসকে মৃত্যু হলো শিশুর

বাংলা হান্ট ডেস্ক: আনন্দের উৎসবে নেমে এল শোকের ছায়া। সোমবার সকালে বাংলাদেশের উত্তর বড়কান্দি গ্রামে কোরবানির এদিন সকালে বাড়ির উঠোনে গরু কোরবানি হচ্ছিল। তখনই হাত ফস্কে একটি ছুরি ছিটকে গেঁথে যায় দশ বছরের  মৌমিতা আখতারের পেটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মৌমিতার।

এক প্রত্যক্ষদর্শীদের মতে, “কোরবানির সময়ে গরুটি ছটফট করতে শুরু করে। সেই সময়ে কসাইয়ের হাত থেকে ছুরি ছিটকে গিয়ে মৌমিতার পেটে ঢুকে যায়”। সূত্রে জানা যায়, এদিন সকালে বাড়ির উঠোনে গরু কোরবানি হচ্ছিল এবং সেটি দেখার জন্য আশেপাশে দাঁড়িয়েছিল বাড়ির শিশুরা। তখনই ঘটে এই দুর্ঘটনা।

তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে এবং চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। স্থানীয় হাসপাতালের চিকিৎসক শশাঙ্ক ঘোষ বলেন, “ছুরির আঘাতে মেয়েটির পেটের ভেতর থেকে ফুসফুস পর্যন্ত এফোঁড়-ওফোঁড় হয়ে যায়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয় তার”।


সম্পর্কিত খবর