লিখিত পরীক্ষা অতীত, এবার শুধু ইন্টারভিউ ক্র্যাক করলেই কেল্লাফতে! চাকরিপ্রার্থীদের জন্য সুখবর

বাংলাহান্ট ডেস্ক : ফের একবার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর নিয়ে এল রাজ্য সরকার (State Government)। রাজ্যের চাইল্ড হোমে (Child Home) চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ (Recruitment) করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে লিখিত পরীক্ষা ছাড়া শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে এই নিয়োগ (Recruitment) হবে। পশ্চিমবঙ্গের যে কোনও প্রান্তের বাসিন্দারা এই পদে আবেদনের যোগ্য। এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, গুরুত্বপূর্ণ তারিখ সহ অন্যান্য তথ্য জেনে নেব।

কর্মী নিয়োগ (Recruitment) হতে চলেছে রাজ্যের চাইল্ড হোমে

পদের নাম : Educator, Special Educator

মোট শূন্য পদের সংখ্যা : মোট ২টি পদে নিয়োগ (Recruitment) করা হবে।

শিক্ষাগত যোগ্যতা : যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তীর্ণ হলে এই পদে আবেদন জানানো যাবে। পাশাপাশি আবেদনকারীর থাকতে হবে Diploma in Special Education (Mental Retardation) বিষয়ে ট্রেনিং সার্টিফিকেট।

আরোও পড়ুন : লাখপতি হওয়া এবার আপনার হাতের মুঠোয়! রোজ জমান ১০০-৫০০ টাকা, তাহলেই হবে বাজিমাত

বেতন : এই নিয়োগ (Recruitment) হবে চুক্তিভিত্তিক। নিযুক্ত প্রার্থীদের মাসে ১০ হাজার টাকা বেতন দেওয়া হবে।

বয়সসীমা : ১৮ থেকে ৪০ বছর বয়সী প্রার্থীরা এই পদে আবেদনের যোগ্য।

আরোও পড়ুন : ‘NO MEANS NO..’ RG Kar ইস্যুতে তোলেন স্লোগান! চর্চিত এই কন্যার পরিচয় কী? বাংলার ছাত্রী নন কিন্তু!

আবেদন পদ্ধতি : অফিসিয়াল নোটিফিকেশনের নিচে পেয়ে যাবেন আবেদন পত্র। সেই আবেদন পত্র ডাউনলোড করে প্রিন্ট করিয়ে নিন। তারপর যাবতীয় তথ্য দিয়ে পূরণ করুন সেই আবেদন পত্র। বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইত্যাদি আবেদন পত্রের সাথে যুক্ত করে স্ক্যান কপি পাঠিয়ে দিন nnhsamity@gmail.com ইমেইল আইডিতে। ইন্টারভিউয়ের দিন প্রার্থীদের সমস্ত ডকুমেন্টসের হার্ডকপি নিয়ে যেতে হবে।

Job update recruitment is being done in this central organization.

ইন্টারভিউ হবে যেখানে : Office of the Children home for CWSN Boys, Nakashipara Nirmal Hriday Samity, Vill-Galaidaripara, P.O- Badbillwagram, P.S- Nakashipara, Dist- Nadia. Pin- 7 41126।

ইন্টারভিউয়ের তারিখ : এডুকেটর পদে ১০ সেপ্টেম্বর, ২০২৪ ও স্পেশাল এডুকেটর পদে ৯ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে ইন্টারভিউ নেওয়া হবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর