মালদার পর উস্তি, খেলতে গিয়ে বিস্ফোরণে আহত শিশু! কোনওক্রমে বাঁচল প্রাণ

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার বুকে আবারো ঘটলো এক বোমা বিস্ফোরণ। আর এই বিস্ফোরণের ফলে গুরুতর আহত হয়েছে এক শিশু। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার উস্তি এলাকায়। সম্প্রতি মালদহ জেলার কালিয়াচকের একটি বাড়িতে বিস্ফোরণ ঘটেছিলো এবং সেই বিস্ফোরণের ফলে মৃত্যু হয় তিন বছরের এক শিশুর।

সেই ঘটনা নিয়ে চরম উত্তেজনারও সৃষ্টি হয় এলাকায় এবং বর্তমানে দক্ষিণ 24 পরগনার বোমা বিস্ফোরণের ফলে আবারও সংকটের মুখে পরলো এক শিশুর প্রাণ। তবে আশার কথা উস্তি এলাকায় যে বোমা বিস্ফোরণ ঘটেছে সেখানে গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে গিয়েছে চার বছরের শিশুটি। স্থানীয় সূত্রের খবর, শিশুটির নাম ওমর শেখ। উস্তি থানা কেয়াকোনা এলাকায় বাড়ি তার।

প্রতিদিনের মতো সকাল বেলায় সে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে খেলা করছিলো। সেই সময় পরিত্যক্ত একটি বাড়ির কাছে গাছের তলায় পরেছিলো বোমাটি। ফলে শিশুটি সেই বোমাকে বল ভেবে খেলতে যায় এবং তখনই ঘটে বিপত্তি। বিকট শব্দে বোমাটি ফাটলে সেই শব্দ শুনে ঘটনাস্থলে পৌঁছায় পরিবারের লোক সহ একাধিক মানুষ। সেখানে শিশুটিকে গুরুতর জখম অবস্থায় পরে থাকতে দেখে তারা। এর পরই তড়িঘড়ি শিশুটিকে ভর্তি করা হয় ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হসপিটালে। হাত-পা ঝলসে গেলেও বর্তমানে হাসপাতালে সুস্থ রয়েছে ওমর।

তবে কীভাবে এই ঘটনা ঘটলো কিংবা বোমাটি বা কোথা থেকে এলো, সে বিষয়ে এখনও জানা যায়নি। থানায় খবর দেওয়ার পর ডায়মন্ড হারবারের এসডিপিও ঘটনাস্থলে হাজির হন। পুরো এলাকা পরিদর্শন করে দেখেন এবং বিস্ফোরণের ব্যাপারে পুলিশ তদন্ত করে যে যথাযথ ব্যবস্থা নেবে, সেই বিষয়ে জানান তিনি।


Sayan Das

সম্পর্কিত খবর