বাংলাহান্ট ডেস্ক: লকডাউন (lockdown) শুরু হয়েছে দু মাস শেষ হতে চলল প্রায়। এই মুহূর্তে চতুর্থ দফার লকডাউন চলছে গোটা দেশে। আগামী ৩০ মে শেষ হবে চতুর্থ দফার লকডাউন। তারপর লকডাউনের মেয়াদ আরও বাড়ানো হবে কিনা তা নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। এই প্রায় দু মাস ব্যাপী লকডাউনে বহু কঠিন পরিস্থিতির শিকার হয়েছে গোটা দেশ, বিশেষত পরিযায়ী শ্রমিকরা (migrant workers)।
রোজগারের জন্য ভিন রাজ্যে গিয়ে যারা আটকে পড়েছিলেন তারা বাধ্য হয়েই হেঁটে বাড়ি ফেরার রাস্তা ধরেন। কিছু মানুষ ভাগ্যজোরে বাস বা ট্রেনে করে ফেরার সুযোগ পান। আবার অনেকের রাস্তাতেই যাত্রা শেষ হয় ট্রেন বা গাড়ির নীচে চাপা পড়ে। লকডাউনে বহু মর্মবিদারক দৃশ্য দেখেছে দেশবাসী। ফের এমনই দৃশ্যের সম্মুখীন হল নেটিজেনরা।
স্টেশনের প্ল্যাটফর্মে পড়ে রয়েছে শ্রমিক মায়ের নিথর দেহ। আর মাকে ‘ঘুম’ থেকে তোলার জন্য তার চাদর ধরে টানাটানি করছে দুধের শিশু। মা যে আর কোনও দিনও এই ঘুম থেকে উঠবে না তা বোঝার মতো বোধ এখনও তার হয়নি। কিন্তু এই বয়সেই মায়ের কোল হারাতে হল বছর তিনেকের শিশুকে।
মায়ের গায়ের চাদর ধরে একবার টানছে, আবার চাদরে মাথা ঢাকছে। কিন্তু সব চেষ্টাই বিফল। অবোধ শিশুর এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও দেখে অনেকেই চোখের জল ধরে রাখতে পারছেন না।
এই ঘটনা বিহারের। জানা গিয়েছে, ওই মহিলা গুজরাটে কাজ করতেন। বিহারে বাড়ি ফেরার জন্য শ্রমিক স্পেশাল ট্রেনেও ওঠেন। কিন্তু দীর্ঘদিন অভুক্ত থাকায় ও অতিরিক্ত গরমে ট্রেনের মধ্যেই মৃত্যু হয় তার। মুজফফরপুরে তার দেহ যখন স্টেশনে নামিয়ে রাখা হয় এই ভিডিও তখনই তোলা। একই কারনে ওই স্টেশনে বছর দুয়েকের এক শিশুরও মৃত্যু হয়েছে।