নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক

 

রাজীব মুখার্জী, হাওড়া

বালির রামচন্দ্রপুরে এক স্কুল ছাত্রীকে শুক্রবার গভীর রাতে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে।

অভিযোগ রামচন্দ্র পুরের বাসিন্দা বছর ১৩ এর বালিকার বাড়িতে এসে রাত সাড়ে ১২টা নাগাদ মামা পরিচয় দিয়ে ডাকে মনু যাদব নামের প্রতিবেশী যুবক। মেয়েটি বাইরে আসতেই তাকে মুখ চেপে ধরে পাশের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। রাত ১টা নাগাদ মেয়েটির মাসি বাথরুমে যেতে গিয়ে দেখে মেয়েটি ঘরে নেই। খুঁজতে গিয়ে দেখে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পরিত্যক্ত বাড়িতে মেয়েটির উপর অত্যাচার করছে অভিযুক্ত ওই যুবক।

Screenshot 2019 0802 131230

মাসিকে দেখে যুবকটি পালাতে শুরু করে। এমনকী ওই মেয়েটিকেও জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। না পেরে মেয়েটিকে একটি ঝোপে ফেলে দিয়ে চলে যায়। অভিযোগ, কিছুক্ষণ পরে ওই যুবকটি ও তার এক বন্ধুকে দেখতে পেয়ে মেয়েটির দাদু ধরতে গেলে তাকে মারধর করে ওই যুবকেরা। ঘটনার তদন্তে নিশ্চিন্দা থানার পুলিশ।

সম্পর্কিত খবর