বাংলা হান্ট ডেস্কঃ ভোট দিতে যাওয়া মায়ের থেকে কেড়ে নেওয়া হল দেড় বছরের শিশুকে। কোচবিহারের শীতলকুচির জোরপাটকিতে এই ঘটনা ঘটেছে। নির্যাতিতা মহিলা জানিয়েছেন, তিনি বুথের ভিতরে ভোট দিতে যান, তখন একদল মানুষ এসে বুথে ঢুকে ওনার চুলের মুটি ধরে টান মারে এরপর তাঁর কোল থেকে দুধের শিশুকে কেড়ে নিয়ে যায়। ওই মহিলা জানান, এখনও তাঁর সন্তানের খোঁজ পাওয়া যায়নি।
ওই মহিলা নিজের সন্তানের কথা বলতে বারবার কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, আমি কোনও সরকারই চাই না। শুধু আমার সন্তানকে ফেরত দিয়ে দাও। মহিলা বলেন, ‘আমি বুথের ভিতরে ঢুকেছি সবে, তখনও কোনও বোতাম টিপিনি আর তখনই বুথের মধ্যেই মারপিট শুরু হয়ে যায়। চুলের মুটি ধরে মারা হয় আমাকে। কোল থেকে বাচ্চা কেড়ে নিয়ে যায় ওঁরা।”
ওই মহিলা বলেন, ‘ওখানে সব মুসলিম মহিলা ছিল, কেন আমার সন্তানকে কেড়ে নিল জানিনা। আমি এখন আমার বাচ্চাটাকে আর খুঁজে পাচ্ছি না, তাঁকে কোথায় পাই?” মহিলা অভিযোগ করে বলেন, আমার ওই দেড় বছরের শিশুকে আছড়ে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়েছে।
প্রাপ্ত খবর অনুযায়ী, এই ঘটনার প্রায় দুঘণ্টা পর নিখোঁজ শিশুর সন্ধান মেলে। ওই মহিলার বাড়ি থেকে একটু দূরে এক বাড়ি থেকে উদ্ধার করা হয় দেড় বছরের শিশুটিকে। এরপর ওই শিশুটিকে মহিলার কাছে তুলে দেওয়া হয়।