এবার শিশু মনের কল্পনাতেও অভিজিৎ গঙ্গোপাধ্যায়! সাদা কাগজে ফুটে উঠলেন ”গরিবের ভগবান”

বাংলাহান্ট ডেস্ক : এই মুহূর্তে এই রাজ্যে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে যার নাম তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পেশায় বিচারপতি এই মানুষটিকে ঘিরে আট থেকে আশি সকলেরই আগ্রহ তুঙ্গে। একের পর এক কঠিন রায়ে রাজ্যের শাসক দলের নেতাদের যেমন ঘুম কেড়ে নিয়েছেন তিনি, ঠিক তেমনই দাপুটে এই বিচারপতিকে ঘিরে ঘুম উড়েছে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েদেরও।

অবাক হচ্ছেন নিশ্চয়ই ? ভাবছেন ব্যাপারটা ঠিক কী ? আসলে, রং পেন্সিলের সাহায্যে আঁকার মধ্য দিয়েই শিশুরাও কাগজের উপর ধরতে চেয়েছে কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। ক্ষুদেদের শিল্পী চেতনায় নানান রূপে ধরা পড়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জানা গিয়েছে, মঙ্গলবার জলপাইগুড়িতে ধরা পড়েছে এমন অভিনব দৃশ্য।

সূত্রের খবর, জলপাইগুড়ির এক স্বেচ্ছাসেবী সংগঠন সপ্তাহে দুদিন সম্পূর্ন বিনামূল্যে শহর এবং শহর সংলগ্ন গ্রামে দুঃস্থ শিশুদের মধ্যে অঙ্কনের স্বাদ পৌঁছে দিতে উদ্যোগী হয়। আর তাদের উদ্যোগেই ঐতিহ্যবাহী রাজবাড়ী দিঘির পাড়ে দুঃস্থ কচিকাঁচাদের জন্যে বসেছিল বিনামূল্যে আঁকার আসর। অটল সেচ্ছাসেবি সংগঠনের সম্পাদক শিশুমনে লুকিয়ে থাকা স্বপ্নকে তুলে ধরার চেষ্টা করছেন বলেও উল্লেখ করেন।

পাশাপাশি সংগঠনের সম্পাদক আরোও বলেন, ‘সবার সহযোগিতা নিয়ে আমরা সপ্তাহে দুদিন এই ফ্রি আর্ট স্কুল চালিয়ে যাচ্ছি। শিক্ষক শিল্পী রাজু দে এই প্রসঙ্গে জানান, ‘আমরা সম্পূর্ন বিনা পারিশ্রমিকে এবং অঙ্কন সামগ্রী প্রদান করে এই ফ্রি আর্ট স্কুল দুই যায়গায় চালিয়ে আসছি। এখানে আসা দুঃস্থ শিশুদের মধ্যে অঙ্কনের মাধ্যমে সুষ্ঠ সমাজ ভাবনা সৃষ্টিই আমাদের মূল লক্ষ্য।’

Abhijit Gangopadhyay

পাশাপাশি তার আরোও সংযোজন, ‘অতীতে এবং বর্তমানে যে সব মানুষেরা সচ্ছ উন্নত সমাজের জন্য একপ্রকার লড়াই করে চলেছেন সেই সব ব্যক্তিত্বদের সঙ্গে ওদের খুদে মনের পরিচয় হোক এটাও এই ফ্রি আর্ট স্কুলের অন্যতম লক্ষ্য। জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমন একজন ব্যক্তিত্ব যিনি যুব সমাজকে নতুন করে বাঁচতে শেখার এবং দেশ গড়ার পথ দেখিয়েছেন’।

 

 

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর