বাংলায় ফের বোমার আঘাতে জখম শিশু! টিটাগড়ে ঝলসে গেল নাবালকের দেহ

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোট পূর্বে চিরাচরিত রীতি বজায় রেখে রক্তমিছিল অব্যাহত! রাজ্যে কড়া নাড়ছে পঞ্চায়েত নির্বাচন, অন্যদিকে পাল্লা দিয়ে ক্রমশ্যই বাড়ছে বোমাতঙ্ক। রাজ্যের একের পর এক বিভিন্ন জায়গা থেকে ভেসে আসছে বোমা বিস্ফোরণের (Bomb Blast) খবর। ফের বোমা বিস্ফোরণে কেঁপে উঠল টিটাগড় (Titagarh)। রক্তাক্ত হল উত্তর 24 পরগনার (North 24 Parganas) টিটাগড় পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কারবালা এলাকা। গুরুতর জখম শিশু (Children)।

সূত্রের খবর, বিস্ফোরণে আহত শিশুটির নাম মহম্মদ আফরোজ। বয়স এগারো বছর। এদিন কারবালা মাঠে বসে আগুন পোহাচ্ছিল সে। আগুন কমে যাচ্ছে দেখে আফরোজ পড়ে থাকা কিছু ইটের ফাঁক থেকে কাঠের টুকরোর সঙ্গে গোলাকার বোমাটি বল ভেবে কুড়িয়ে আনে। তারপরেই ঘটল দুর্ঘটনা। আচমকাই বিস্ফোরিত হয় বোমাটি। আশপাশে থাকা অন্যেরা সরে গেলেও আফরোজ সরতে পারেনি। তার পা থেকে মুখ পর্যন্ত ঝলসে যায়। উড়ে যায় বাঁ হাতও।

   

bomb blast wb 2

তড়িঘড়ি শিশুকে নিয়ে যাওয়া হয় ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে । কিন্তু পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চলছে চিকিৎসা। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ৷ সেখান থেকে একটি তাজা বোমা উদ্ধার হয়। তবে কে বা কারা সেই বোমা মাঠে রেখে গিয়েছিল তা এখনো জানা যায়নি। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছান টিটাগড় পুরসভার পুরপ্রধান কমলেশ সাউও।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর