বাংলাহান্ট ডেস্ক: মায়ের গর্ভে নয়, বরং কারখানায় (Artificial Womb) তৈরি হবে ভবিষ্যতের বাচ্চা! প্রতিনিয়ত আরও উন্নতি করে চলেছে বিজ্ঞান। প্রযুক্তির এই উন্নতির জন্য আমাদের জীবন আরও সহজ হয়ে গিয়েছে। উন্নত প্রযুক্তির ফলে এমন কিছু জিনিস ঘটে যা নিঃসন্দেহে তাক লাগিয়ে দেয়। এটিও তেমনই একটি ঘটনা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি রিপোর্ট অনুযায়ী, প্রতি বছর গড়ে ৩ লক্ষ মহিলা গর্ভাবস্থায় কোনও না কোনও স্বাস্থ্য সমস্যার জন্য প্রাণ হারান। বর্তমানে এমন অনেক নারী ও পুরুষ রয়েছেন যাঁরা চেয়েও সন্তানের জন্ম দিতে পারেন না। এর নেপথ্যে থাকতে পারে কোনও শারীরিক সমস্যা বা অন্য কোনও কারণ।
তাঁদের সাহায্যের জন্য এগিয়ে এসেছে এক্টোলাইফ বলে একটি সংস্থা। সন্তানহীন মানুষকে সন্তান দিতে বিশ্বের প্রথম ‘সন্তানের কারখানা’ তৈরি করতে চলেছে তারা। এই কারখানায় থাকবে একাধিক কৃত্রিম গর্ভ। সেখান থেকে প্রতি বছরে ৩০ হাজার সন্তানের জন্ম দেওয়া যাবে।
এক্টোলাইফের বিজ্ঞানীরা জানিয়েছেন, কারখানায় তৈরি সন্তানরা দেখতে কেমন হবে বা তাদের বুদ্ধি কতটা থাকবে, সবই নিয়ন্ত্রণ করতে পারবেন মা-বাবারা। চমকপ্রদ কথা জানিয়েছেন তাঁরা। কৃত্রিম ভাবে তৈরি বাচ্চাদের জিনে বদল আনা যাবে।এর মাধ্যমে তার চুল ও চোখের রং, উচ্চতা, গায়ের রং ও বুদ্ধিতে বদল আনা যাবে।
৩০০টিরও বেশি ধরনের জিনের বিকল্প দেওয়া হবে বাবা মায়েদের। এক্টোলাইফের বিজ্ঞানী হাসিম আল ঘায়েলি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেছেন। বিশ্বের প্রথম কৃত্রিম ভ্রুণ কেন্দ্রটিকে দেখানো হয়েছে সেখানে। এছাড়াও কৃত্রিম ভাবে একটি সন্তানের জন্মও দেখানোভয়েছে।
এক্টোলাইফের ৭৫টি ল্যাবোরেটরিতে অত্যাধুনিক সব সরঞ্জাম রয়েছে। এক একটি ল্যাবে ৪০০টি কৃত্রিম গর্ভ বা ‘গ্রোথ পড’ রয়েছে। সেখানে আসল গর্ভের মতোই সন্তানের জন্ম হবে। জানা গিয়েছে, কৃত্রিম গর্ভের সঙ্গে আসল গর্ভের কোনও পার্থক্যই নেই। এমন প্রযুক্তি এলে স্বাভাবিক ভাবেই সন্তানের স্বাস্থ্যের সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠে। এই সংস্থা জানিয়েছে, এটি আসল মায়ের গর্ভের মতোই নিরাপদ।
জন্মের প্রক্রিয়ার সময়ে সন্তানের খাওয়ার অভ্যেস ও রোগের খেয়াল রাখা হবে বলে জানিয়েছে সংস্থা। গ্রোথ পডে বাচ্চাদের হৃদস্পন্দন, রক্তচাপ, শ্বাস-প্রশ্বাসের হার এবং অক্সিজেনের মাত্রা পর্যবেক্ষণ করা হবে। প্রতিটি পড একটি পর্দার সাথে সংযুক্ত থাকে যেখানে যেকোনো পিতামাতা তাদের সন্তানের বিকাশ সরাসরি দেখতে পারবেন।
এই মুহূর্তে বিশ্বের অনেক দেশেই জনসংখ্যা হ্রাসের সমস্যা দেখা দিয়েছে। এই কৃত্রিম গর্ভের মাধ্যমে সেই সমস্ত দেশের জনসংখ্যা জনিত সমস্যার সমাধান করতে চাইছে এক্টোলাইফ। তাদের প্রকাশিত ভিডিওতে তারা জানিয়েছে, এই কারখানা পুরোপুরি ভাবে পুনর্ব্যবহারযোগ্য শক্তি চালিত হবে। এক একটি গবেষণাগারে বিপুল সংখ্যক গ্রোথ পড থাকবে। সেখানে জন্ম নেবে সন্তানরা।