বাংলা হান্ট ডেস্ক : ভারতের অভ্যন্তরীণ বিষয়ে দখল দিচ্ছে চিন (China)। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) সফর নিয়ে আপত্তি তুলল বেজিং। চিনের পররাষ্ট্র মন্ত্রক সোমবার এক বিবৃতিতে দাবি করেছে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর অরুণাচল সফর তাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করছে।
আজ সোমবারই দুদিনের সফরে অরুণাচলপ্রদেশ সফরে গিয়েছেন অমিত শাহ। ভারত সরকারের ভাইব্রান্ট বর্ডার প্রকল্পের কাজ পর্যালোচনা করাই এই সফরের উদ্দেশ্য বলে জানা যাচ্ছে। সীমান্তে যাবতীয় উন্নয়নের কাজের দায়িত্বে রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকই।
অমিত শাহ এমন একটা সময় অরুণাচল প্রদেশ সফরে গেলেন যখন সীমান্ত রাজ্যটিকে ঘিরে চিন-ভারত বিবাদ চরমে। দিন দশেক আগেই চিন প্রশাসন অরুণাচলের ১১টি জায়গার চিনা নাম বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করে। কয়েকটি নদী ও পর্বত শৃঙ্গের নামও বদলে দিয়েছে বেজিং প্রশাসন।
বেজিং সব সময়েই এই এলাকাকে দক্ষিণ তিব্বত হিসাবে দাবি জানিয়ে এসেছে। অতীতে তিব্বতি ধর্মগুরু দলাই লামা, রাষ্ট্রপতি (বর্তমানে প্রাক্তন) রামনাথ কোবিন্দ এমনকি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অরুণাচল সফর নিয়েও আপত্তি জানায় চিন।
চিনের ওই সিদ্ধান্তে তীব্র আপত্তি জানায় ভারতও। চিনের দাবি, অরুণাচলের সেই অংশের তারা নামকরণ করেছে যা তাদের অংশ। ভারত শুধু সেই দাবি নস্যাৎই করেনি, এই সীমান্ত গ্রামেই গিয়েছেন অমিত শাহ। শনিবারই পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী সংবাদমাধ্যমকে জানান, চিন ভিত্তিহীন দাবি করে চলেছে। অরুণাচল প্রদেশ প্রথম থেকেই ভারতের অংশ।
স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে উত্তর-পূর্বের রাজ্যে তাঁর প্রথম সফর। ভারত-চিন সীমান্তবর্তী গ্রাম কিবিথুতে ‘ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম’ চালু করার কথা তাঁর . দুই দিনের সফরে, তিনি অরুণাচল প্রদেশের লিকাবালি, বিহারের চাপরা , কেরালার নুরানাদ এবং অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে পরিকাঠামো বাড়ানোর জন্য ইন্দো-তিব্বত সীমান্ত পুলিস প্রকল্পগুলিরও উদ্বোধন করবেন বলে কর্মকর্তারা জানান।