ভারত মহাসাগরে ভারতের আধিপত্য স্বীকার করল চীন, প্রতিবেদন পেশ করল গ্লোবাল টাইমসে

বাংলাহান্ট ডেস্কঃ ভারতের (india) সঙ্গে শত্রুতা করে এখন মাঝ সমুদ্রে হাবুডুবু খাচ্ছে চীন (china) সরকার। এক এক করে আমেরিকা সহ বিশ্বের বেশিরভাগ বৃহৎ দেশ চীনের সঙ্গে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করার দিকে এগোচ্ছে। এই পরিস্থিতিতে চীন সরকারের মুখপাত্র গ্লোবাল টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনের মাধ্যমে জানা যায়, কোণঠাসা চীন সরকার বর্তমানে ভারত মহাসাগরে (indian ocean) ভারতের আধিপত্য স্বীকার করে নিয়েছে।

গত ১৭ ই ডিসেম্বর চীন সরকারের মুখপত্র গ্লোবাল টাইমসে ‘বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষার জন্য বহুপক্ষীয় পদ্ধতির প্রতি ভারতের পরিবর্তনের দৃষ্টিভঙ্গি’ নামে একটি প্রতিবেদনে চীন ভারত মহাসাগরে ভারতের আধিপত্য স্বীকার করে নেয়। অর্থাৎ, বেইজিংয়ের বিরুদ্ধে মোদী সরকারের কৌশল কতখানি কার্যকর হয়েছে, তাও প্রমাণ করে।

47532

বিগত কয়েকবছর ধরে ভারত মহাসাগরীয় অঞ্চলে বিভিন্ন দেশকে সহায়তা করে চলেছে। বিশেষত করোনা মহামারির মধ্যেও ওষুধ, প্রয়োজনীয় উপাদান পাঠিয়ে বিভিন্ন দেশকে সাহায্য করেছে। মালদ্বীপ, মরিশাস, মাদাগাস্কার, কোমোরোস এবং সেশেলিসকে সাহায্য করেছে। তাই ভারত চাইছে, সকলে মিলে একজোট হয়ে চীনের দারাগিরির বিরুদ্ধে রুখে দাঁড়াতে।

সমুদ্র পথে চীনকে ঘেরার তোড়জোড় শুরু করেছে ভারত সরকার। সেই কারণে বিভিন্ন বন্ধু দেশের সঙ্গে সমুদ্র পথে যুদ্ধের মহড়া দিচ্ছে ভারত। চীনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ একজোট গড়ে তুলছে। প্রতিরক্ষা প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসাবে ভিয়েতনাম, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও মায়ানমার সহ ১১ টি দেশে মোবাইল প্রশিক্ষণ দল প্রশিক্ষণ নিচ্ছে ভারতের সঙ্গে। পাশাপাশি অস্ট্রেলিয়া, জাপান এবং আসিয়ান গ্রুপের দেশগুলিও সমুদ্র পথে বেজিংকে শায়েস্তা করতে ভারতের পাশে রয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর