ফের ধূর্তামি চিনের! ভারতকে “জব্দ” করতে নয়া ফন্দি আঁটছে ড্রাগন, ফাঁস হয়ে গেল পরিকল্পনা

বাংলাহান্ট ডেস্ক : বড় সমস্যার মুখে পড়তে চলেছে চিন। জিনপিং এর দেশ থেকে ব্যবসা ধীরে ধীরে সরানোর পরিকল্পনা করছে অ্যাপল। অ্যাপল ফোনের প্রস্তুতকারক সংস্থা ফক্সকন ভারতে (India) বাড়াতে চাইছে ব্যবসা। এদিকে ডোনাল্ড ট্রাম্প আবারো ক্ষমতায় ফিরতেই সিঁদুরে মেঘ দেখছে ড্রাগন প্রশাসন। ট্রাম্প ক্ষমতায় ফিরতেই চিনা পণ্যের উপরে উচ্চ হারে শুল্ক চাপাতে নির্দেশ দিয়েছেন। এমতাবস্থায় বিভিন্ন সংস্থাগুলিকে চিনে ধরে রাখতে এবার নয়া ফন্দি আঁটতে শুরু করেছে সরকার।

চিন থেকে সরে ভারতে (India) ব্যবসা বাড়ানোর পরিকল্পনা আইফোন প্রস্তুতকারী সংস্থার

ট্রাম্পের হুঁশিয়ারির পরেই বিভিন্ন সংস্থা চিনে উৎপাদন কমাতে চাইছে। এতে দেশের অর্থনীতিতে বড়সড় প্রভাব পড়ার সম্ভাবনা দেখা দিতে পারে। ফলে কর্মসংস্থানেও ঘাটতি পড়তে পারে। এমতাবস্থায় অর্থনীতি বাঁচাতে নাকি মরিয়া হয়ে উঠেছে চিনা সরকার। শোনা যাচ্ছে, স্থানীয় সরকারগুলিকে মৌখিক ভাবে নানান নির্দেশ দিচ্ছে চিনা প্রশাসন। বিভিন্ন সংস্থাগুলি যাতে প্রযুক্তি অন্যত্র স্থানান্তর না করতে পারে কিংবা কর্মীদের বদলি না করতে পারে, তার জন্য নতুন নীতি তৈরি করার তোড়জোড় শুরু করার নির্দেশ দিয়েছে চিনের সরকার।

China again planned this to stop India

চিনা বিধিনিষেধে ফাঁসল ফক্সকন: উল্লেখ্য,অ্যাপলের অ্যাসেম্বলি লাইন পার্টনার ফক্সকন চিনেই অধিকাংশ আইফোন তৈরি করে। কিন্তু ট্রাম্প ২.০ সরকার তৈরি হলে যেমন পরিস্থিতি তৈরি হতে পারে সেকথা চিন্তা করেই ভারতে (India) ব্যবসা বাড়ানোর চেষ্টায় রয়েছে এই সংস্থা। কিন্তু চিনের বিধিনিষেধের জেরে ফক্সকন নাকি চিনা কর্মীদের ভারতে (India) আনতে পারেনি। যদিও অভিযোগের পালটা জবাবে চিনের সাফাই, তারা সব দেশকেই সমান চোখেই দেখে।

আরো পড়ুন : ‘কেউ পাত্তাই দেয়নি’, TRP তুলেও ‘ফ্লপনীতা’ তকমা! বাংলা সেরা হয়ে উচিত জবাব ‘রায়ান’ উদয়ের

ভারতে উৎপাদন বাড়ানোর চেষ্টায় সংস্থা: উল্লেখ্য, ফক্সকনের ব্যবসার অর্ধেকেরও বেশি আইফোন প্রস্তুতের উপরে নির্ভর করে বলে জানা গিয়েছে। এর আগে ২০২৩ সালে এই সংস্থার তরফে জানানো হয়েছিল, ভারতে (India) প্রায় ১৩ হাজার ৩৩৬ কোটি টাকার বিনিয়োগ করার পরিকল্পনা করা হচ্ছে। ভারতে অনেক বছর ধরেই আইফোন প্রস্তুত করছে ফক্সকন। এমনকি আইফোন ১৫ ও ‘মেড ইন ইন্ডিয়া’। তবে ভারতে (India) কর্মক্ষমতা আরো বাড়ানোর চেষ্টায় রয়েছে এই সংস্থা। কিন্তু চিন তার হতে দেবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

আরো পড়ুন : পর্ণা-পুঁটিকে একসঙ্গে শেষ করতে বড় চাল ইশার! অবশেষে ফিরবে সৃজনের স্মৃতি? টানটান উত্তেজনা ‘নিম ফুলের মধু’তে

যদিও চিনা কড়াকড়ির বিষয়ে ভারত অবগত বলেই জানানো হয়েছে রিপোর্টে। তবে শুধুমাত্র ভারতের জন্যই চিনা বিধিনিষেধের এত কড়াকড়ি বলে মনে করছে না নয়াদিল্লি। তবে এর জেরে ভারতে ফক্সকনের উৎপাদনে ঘাটতি না হলেও ব্যবসার বৃদ্ধি নেই তেমন ভাবে। অন্যদিকে চিনা বিনিয়োগ সহ ভিসার ক্ষেত্রেও কড়াকড়ি বাড়িয়েছে ভারত।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর