চুপ নেই চিন! ফের শুরু করে দিল যুদ্ধের মহড়া, কী পরিকল্পনা জিনপিংয়ের?

বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘদিন ধরেই এই দেশটিকে নিজেদের ‘বিদ্রোহী ভূখণ্ড’ বলে দাবি করে আসছে চিন (China)। প্রয়োজনে অতিরিক্ত বল প্রয়োগ করেও দেশটিকে নিজেদের দখলে নিতে যে তারা বদ্ধপরিকর সে কথাও আগে শোনা গিয়েছে চিনের গলায়। এবার উত্তেজনা নতুন করে বাড়িয়ে বুধবার থেকে নৌ ও বিমানবাহিনীর মহড়া শুরু করেছে চিনের পিপল্‌‌স লিবারেশন আর্মি (পিএলএ)। বুঝতে পারছেন কোন দেশের কথা বলা হচ্ছে?

যুদ্ধের মহড়া শুরু চিনের (China)

কথা হচ্ছে তাইওয়ানকে (Taiwan) নিয়ে। চিনা আগ্রাসন রুখতে তাইওয়ানের (Taiwan) পক্ষ থেকেও ওই এলাকায় মোতায়েন করা হয়েছে সেনা। একটি বিবৃতি জারি করে তাইওয়ান প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, পিএলএ বিমানবাহী রণতরী, ডেস্ট্রয়ার-সহ এক ডজন যুদ্ধজাহাজ এবং কমপক্ষে ৪৫টি যুদ্ধবিমান নিয়ে মহড়া শুরু করেছে দক্ষিণ উপকূলের কাওশিউং ও পিংতুং থেকে ৪০ নটিক্যাল মাইল দূরে।

আরোও পড়ুন : আর জি কর কাণ্ডে প্রভাবশালীর হাত? সামনে কোন প্রমাণ? এ বার বড় পদক্ষেপ

প্রকাশিত বিবৃতিতে তাইওয়ানের পক্ষ থেকে বলা হয়েছে যে, ‘‘বেজিংয়ের এই একতরফা পদক্ষেপে বাণিজ্যিক উড়ান ও জাহাজ চলাচলে সমস্যা দেখা দিয়েছে।’’ প্রসঙ্গত উল্লেখ্য, ট্রাম্প দ্বিতীয়বারের জন্য রাষ্ট্রপতির চেয়ারে বসার পর চলতি মাসের শুরুর দিকে তাইওয়ান প্রণালীতে প্রবেশ করে আমেরিকার সপ্তম নৌবহরের অন্তর্ভুক্ত দু’টি যুদ্ধজাহাজ।

আরোও পড়ুন : লক্ষ্মীর ভান্ডার সহ সমস্ত ভাতার টাকা নিয়ে বড় আপডেট! এখুনি জানুন

সেই ঘটনার পর থেকে ওই এলাকায় আরও বেড়েছে উত্তেজনার পারদ। অন্যদিকে, চরম বেজিং-বিরোধী ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি)-র গত বছর তাইওয়ানের সাধারণ নির্বাচনে জয়লাভের পর টানাপোড়েন শুরু হয়ে যায় দুই দেশের মধ্যে। দীর্ঘদিন ধরেই চিন দাবি করে আসছে, তাইওয়ান আদতে তাদেরই ‘বিদ্রোহী ভূখণ্ড।’

যেকোনও মূল্যে তাইওয়ানকে নিজেদের মূল ভূখণ্ডের সাথে যুক্ত করতে যে তারা বদ্ধপরিকর সে কোথাও বারংবার শোনা গিয়েছে চিনের (China) গলায়। অন্যদিকে, চিনের নিষেধাজ্ঞা অমান্য করে ২০২২ সালে তাইওয়ান সফরে আসেন আমেরিকার কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেনটেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি।

China and this country Conflict.

তারপর থেকেই ক্রমশ জটিল হতে থাকে পরিস্থিতি। ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর থেকে একাধিকবার চিনা যুদ্ধবিমান লঙ্ঘন করতে শুরু করে তাইওয়ানের আকাশসীমা। পরবর্তীকালে পরিস্থিতি (Xi Jinping) কিছুটা স্থিতিশীল হলেও চিনা প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ানকে নিজেদের অন্তর্ভুক্ত করার প্রকাশ্য হুঁশিয়ারি দিয়েছেন সম্প্রতি।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর