বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি ভারত (India) এমন একটি সাফল্য অর্জন করেছে যেটির জন্য বিশ্বের একাধিক দেশ তার প্রশংসা করছে। সেই তালিকায় এবার যুক্ত হল চিনও। আসলে, ভারত মহাকাশে এক বিরল নজির স্থাপন করেছে। স্যাটেলাইটের সফল ডকিংয়ের মাধ্যমে বিশ্বকে চমকে দিয়েছে ISRO। আর এই বিরাট কৃতিত্বের জন্যই ভারতকে অভিনন্দন জানিয়েছেন পড়শি দেশ চিন।
ভারতের (India) প্রশংসায় পঞ্চমুখ চিন:
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত বৃহস্পতিবার ভারতীয় মহাকাশ সংস্থা মহাকাশে দু’টি স্যাটেলাইট সফলভাবে ডক করেছে। ভারত বিশ্বের চতুর্থ দেশ হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছে। ভারতের (India) আগে, শুধুমাত্র আমেরিকা, রাশিয়া এবং চিন তাদের স্যাটেলাইট সফলভাবে মহাকাশে ডক করেছিল।
ISRO successfully completed docking of two SPADEX satellites (SDX-01 & SDX-02) in the early hours of 16 January, 2025.#SPADEX #ISRO pic.twitter.com/UJrWpMLxmh
— ISRO (@isro) January 17, 2025
ভারতকে অভিনন্দন জানিয়েছে চিন: এমতাবস্থায় ভারতে (India) চিনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং বলেছেন, “SpaDeX মিশনের অধীনে স্যাটেলাইট সফলভাবে ডক করার জন্য #ISRO-কে অভিনন্দন।” এদিকে, এটাই এই প্রথম নয় যে চিন ভারতের প্রশংসা করেছে। এর আগে ২০১৪ সালের সেপ্টেম্বরে, ভারতের মার্স অরবিটার মিশন (MOM) মঙ্গলযান সফলভাবে মঙ্গলের কক্ষপথে প্রবেশ করে। সেই সময়েও, সফল মঙ্গল অভিযানের জন্য চিন ভারতকে অভিনন্দন জানিয়েছিল।
আরও পড়ুন: BCCI-এর নিয়ম অমান্য করছেন কোহলি? খেলবেন না রঞ্জি ট্রফি, কি জানালেন বিরাট?
মঙ্গলযান মিশনে অভিনন্দন জানিয়ে চিন বলেছিল যে এটি কেবল ভারত (India) এবং এশিয়ার জন্য একটি গর্বিত কৃতিত্ব নয়, বরং সেটি মহাকাশ অনুসন্ধানে মানবজাতির একটি “ঐতিহাসিক অগ্রগতি”। মঙ্গলযানের সাফল্য ভারতকে মঙ্গলগ্রহের কক্ষপথে পৌঁছনোর প্রথম দেশ করে তোলে। শুধু তাই নয়, বিশ্বের প্রথম দেশ হিসেবে প্রথম প্রচেষ্টায় এই সফলতা অর্জন করা যায়। এদিকে, সফল অবতরণের জন্য গ্লোবাল টাইমস-এ একটি নিবন্ধের মাধ্যমে চিন ভারতের প্রশংসা করে।
আরও পড়ুন: হয়ে যান প্রস্তুত! বড় চমক নিয়ে হাজির হবে Tata Group-এর এই সংস্থা? আপডেট দিল RBI
১০ বছর পর মঙ্গলের কক্ষপথে পৌঁছেছে চিন: জানিয়ে রাখি যে, চিন ২০২০ সালে তার প্রথম মঙ্গল মিশন তিয়ানওয়েন-১ লঞ্চ করে। যেটি ২০২১ সালের ফেব্রুয়ারিতে সফলভাবে মঙ্গলের কক্ষপথে প্রবেশ করে। এক দশক আগে, রাশিয়ান মহাকাশযান ফোবস-এর অরবিটার ইংহুও-১ মাঝপথে ব্যর্থ হলে বেইজিং মঙ্গল গ্রহের মিশনে ব্যর্থ হয়েছিল।