অন্তর্বাস পরে মহিলাদের বিজ্ঞাপন করা নিষিদ্ধ চিনে! অগত্যা পুরুষরাই কাঁধে নিলেন দায়িত্ব

বাংলাহান্ট ডেস্ক : মহিলাদের (Women) অন্তর্বাস (lingerie) এবার পুরুষের (Men) শরীরে। অবাক হচ্ছেন ? নিশ্চয়ই ভাবছেন এমনটা কিকরে সম্ভব ? তবে আপনি বিস্মিত হলেও এবার মহিলাদের ‘পুশআপ ব্রা’ পড়েই বিজ্ঞাপন করতে দেখা যাচ্ছে এবার পুরুষদের। তবে আপনি যদি এমন ঘটনাকে কোন কমেডি শো ভেবে থাকেন তাহলে কিন্তু আপনি বড়সড় ভুল করবেন। চিনের (China) অন্তর্বাস প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনের জন্যই নয়া অবতারে ধরা দিচ্ছেন পুরুষরা।

এখন প্রশ্ন হল, হঠাৎ মহিলাদের অন্তর্বাসের বিজ্ঞাপনের জন্য পুরুষদের কেন সামনে আনা হচ্ছে ? উত্তর খুঁজতে গেলে জানা যাচ্ছে, শি জিনপিং প্রশাসনের নয়া নিদানের জন্যই এই নতুন বন্দোবস্ত। চিনা প্রশাসনের তরফে পরিস্কার জানিয়ে দেওয়া হয়েছে, অনলাইনে অন্তর্বাসের বিজ্ঞাপনে কোনও মহিলা মডেল ব্যবহার করা যাবে না। এক্ষেত্রে অবশ্য মহিলাদেরকে মডেল রূপে প্রকাশ্যে না আনার ক্ষেত্রে ‘এই সব বিজ্ঞাপন অশ্লীল!’ বলেই অদ্ভুত যুক্তিকে খাড়া করা হচ্ছে।

সূত্রের খবর, চিনা প্রশাসনের এমন উদ্ভট সিদ্ধান্তের মুখে পড়ে অগত্যা পুরুষদের উপরেই ভরসা রাখছে বিজ্ঞাপন সংস্থাগুলি। তাই, চিনের অনলাইন লাইভস্ট্রিম ভিডিয়োগুলিতে এখন পুশ-আপ ব্রা, টাইট ফিটিং অন্তর্বাস, লেস লাগানো নাইট গাউন পরা পুরুষদেরই রমরমা। লাইভস্ট্রিম বিজনেসের মালিক মিস্টার জু জানান, ‘আমাদের কাছে তো আর কোনও বিকল্প নেই! মহিলা মডেলরা আমাদের ডিজাইনার অন্তর্বাসের বিজ্ঞাপন করতে পারবেন না, ফলে পুরুষরাই ভরসা।’

বলা বাহুল্য, মহিলাদের অন্তর্বাসের বিজ্ঞাপনে পুরুষদেরকে ব্যবহার করা হলেও হু হু করে ভিউজ বাড়ছে লাইভস্ট্রিম শপিং ভিডিয়োগুলিতে। কেউ কেউ আবার কমেন্টে লিখেছেন, ‘মহিলাদের তুলনায় ছেলেরা এটা ভালো ক্যারি করতে পারছেন!’ কারও আবার বক্তব্য, পুরুষরা মহিলাদের চাকরি খেয়ে নিচ্ছেন। তবে, জু এসব মন্তব্যে বিশেষ একটা আমল দিতে চান না। তবে এ বার অন্তর্বাসের বিজ্ঞাপনে পুরুষ মডেল ব্যবহারেও জিনপিং সরকার আপত্তি তুলবে কী না সেটা ভেবেই চিন্তা বাড়ছে জুয়ের।

 

 


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর