বাংলা হান্ট ডেস্ক : চীন (China) ও ভুটান (Bhutan) সীমান্তে চলমান বৈঠকের পরও চীন তার অবস্থানে অনড়। এখন চীন ভুটান সংলগ্ন এলাকায় ঘাঁটি গেড়ে বসে আছে লাল সেনা। হংকং মিডিয়া হাউস সূত্রে খবর, চীন ও ভুটানকে আলাদা করে, পাহাড়ী এলাকায় তিনটি গ্রাম তৈরি করেছে ড্রাগন সেনা। চিন্তার বিষয় এই যে, চীন তার দখল দিন দিন বাড়িয়েই চলেছে।
সাম্প্রতিক একটি প্রতিবেদনে বলা হয়েছে, হিমালয়ের একটি প্রত্যন্ত গ্রামে চীন তাদের দখল বাড়িয়েছে। এখানে বলে রাখা ভালো, এই এলাকাটি দীর্ঘদিন ধরে চীন ও ভুটানের মধ্যে বিরোধপূর্ণ। সূত্রের খবর, চীন আরও ১৮ জন নাগরিককে এই স্থানে স্থানান্তরিত করতে চলেছে। এবং এই এলাকার প্রতিটি বাড়িতেই রয়েছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-র ফ্রেমে বাঁধানো ছবি।
সূত্রের খবর, তিব্বত থেকেও ৩৮টি পরিবার স্থানান্তরিত হয়েছে। ভুটান সীমান্তে মোট ৩টি গ্রামের উপর দখল নিতে শুরু করেছে চীন। আমেরিকার ম্যাক্সার টেকনোলজির স্যাটেলাইট ইমেজ থেকে দেখা যাচ্ছে, এই এলাকায় আরও ১৪৭টি নতুন বাড়ি তৈরি করেছে চীন।
এখানে বলে রাখা ভালো, চীন এবং ভুটানের মধ্যে কোনও কূটনৈতিক সম্পর্ক নেই, তবে কর্মকর্তারা সময়ে সময়ে সফরের মাধ্যমে যোগােযাগ বজায় রাখে। তবে ভুটানের এই সীমান্ত ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চীন তার অন্যান্য ১২টি প্রতিবেশীর সঙ্গে সীমান্ত চুক্তি স্বাক্ষর করলেও ভারত এবং ভুটানের সাথে কোনও চুক্তি স্বাক্ষর করেনি।