চীন সরকারের একজন মুখপাত্র বৃহস্পতিবার করোনা সম্পর্কে বলেছেন যে “এটি হতে পারে মার্কিন সেনাবাহিনী যিনি মহামারীটি উহানের কাছে নিয়ে এসেছিলেন, যাও লিজান মার্কিন দূতাবাসের একজন মুখপাত্র বলেন কতজন করোনাতে আক্রান্ত? কতজন হাসপাতালে আছেন, তাদের কি অবস্থা এসব বলেন। তিনি আরও বলেন হতে পারে ইউএসের আর্মির লকেরাই এই রোগ নিয়ে এসেছে উহানে।
এমনকি টুইটারে জানতে চান ৩৪ হাজার ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত এবং ২০,০০০ মানুষের মৃত্যু কেমন করে করোনার সাথে সম্পর্কযুক্ত হয়। করোনার (corona) আতঙ্ক সারাবিশ্বকে যেন গ্রাস করেছে। এর থেকে রেহাই পায়নি ভারতও (india)। দিনেদিনে বাড়ছে মৃতের সংখ্যা। স্বাভাবিকভাবেই সাধারন মানুষদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হচ্ছে।পরিস্থিতিতে দেশের মিডিয়াগুলোকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে।আর ইতিমধ্যেই করোনা ভাইরাসকে মহামারী হিসেবে ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।আর এই মহামারীটির কারণে ইতিমধ্যেই অনেক লোক মারা গেছে। অনেক লোক ভাইরাসের কবলে পড়ে জীবন এবং মৃত্যুর সাথে লড়াই করছে।আবার ইতিমধ্যেই ইস্রায়েল দাবি করেছে যে করোনার ভাইরাস টিকা তৈরি করেছে। ইস্রায়েল তার গবেষণায় দীর্ঘ সময় ব্যয় করেছে। ইস্রায়েলের মতে, শিগগিরই তিনি সংক্রামিত সমস্ত দেশে ভ্যাকসিন পাঠানোর কাজ করবেন। চীন, দক্ষিণ কোরিয়া, ইরান, ইতালি, জাপানের অনেক নাগরিক রয়েছেন, তাদের ভারত আসার জন্য ভিসার আবেদন করেছিলেন এবং যারা পরবর্তীকালে ভারত আসতে চলেছেন তাদের সকলেরই ভিসা বাতিল করা হয়েছে।
একমাত্র এই নির্দেশিকা কার্যকর হবে না দেশের কূটনৈতিক, রাষ্ট্রসঙ্ঘের অধিকারিক, ওআইসি কার্ড ধারী ও এয়ার ক্রুদের ক্ষেত্রে।ইটালিতে ইতিমধ্যেই অনেক মানুষ করোনায় আক্রান্ত। ২৩৩ জন এখন করোনাতে মারা গেছেন। আর করোনাতে ১৪৯২ জন আক্রান্তদের মধ্যে সংখ্যা বেড়ে প্রায় ৭৩৭৫ হয়ে গেছে। এখন পরিস্থিতি এমনদিকে এগিয়েছে যে এখানে দোকানপাট বন্ধ হোয়ার পাশাপাশি সব কিছুই বন্ধ।এছাড়া ১ ফেব্রুয়ারির আগে যদি কোনও পর্যটক চিন, ইটালি, ইরান, দক্ষিণ কোরিয়া, জাপান, ফ্রান্স, জার্মানি ও স্পেনে ভ্রমণ করে থাকেন, তাঁদের ভিসা দেওয়ার উপরও জারি হয়েছে নিষেধাজ্ঞা।