বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের(Corona virus) আতঙ্কে চিনবাসী (Chaina) গুটিয়ে রয়েছে। এই অবস্থার প্রভাব সবথেকে বেশি পড়েছে চীনের অর্থনীতিতে ( The economy)। দেশের প্রায় বেশিরভাগ মানুষ অসুস্থ থাকায় জনজীবনও ব্যহত হয়ে পড়েছে। এই অবস্থায় চীনের পাশের এসে দাঁড়িয়েছে ভারত। আভ্যন্তরীণ নিষেধাজ্ঞা তুলে নিয়ে প্রয়োজনীয় সামগ্রী চীনে পাঠানো হচ্ছে ভারত থেকে।
চীনের এই বিপদ সংকুল অবস্থায় চীনের উপর নির্ভর করে থাকা দেশগুলিও সমস্যার সম্মুখীন হয়েছে। অনেকে আবার চীনের এই খারাপ অবস্থাতে অন্যান্যদেশের একটা লাভের ইঙ্গিতও করেছে। যেসব দেশগুলো বাণিজ্যের কারণে চীনের উপর ভরসা করে থাকে, তাঁরা নিজেরাই এবার সেই সব জিনিস নিজেদের দেশে তৈরি করে নিতে পারবে বলে মনে করছেন।
চীনের অর্থনীতিতে ভয়াবহ ক্ষতির আশঙ্কাও করেছন অনেকে। যেমন ভারত, বাংলাদেশ এবং ভিয়েতনামের মত দেশগুলোও এবার বিভিন্ন জিনিস নিজেদের দেশে বানিয়ে নিয়ে অধিক লাভবান হওয়ার সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যায় না। অটোমোবাইল (Automobiles), স্মার্টফোন (Smartphone, খেলনাপাতি বিভিন্ন ধরনের চায়নার জিনিস বাইরেরে দেশে রপ্তানির হার আগের থেকে অনেক কমে গেছে।
করোনা ভাইরাস শুধুমাত্র চীনের জনজীবন নয়, চীনের অর্থনীতিতেও অনেকটা প্রভাব ফেলেছে। মার্কেটসমোজো-র সিইও সুনীল দামানিয়া বলছেন, চিনের এই অবস্থার বিশ্ববাণিজ্যেও প্রভাবিত হবে। কারণ বিশ্বের সামগ্রিক জিডিপি-র ১২ শতাংশ আসে চিনের থেকে। এই করোনা ভাইরাসের ফলে যে সমস্ত দেশ পরোক্ষভাবে চিনের ওপর নির্ভরশীল তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেকটাই। বহু দেশ আছে যারা কাঁচামাল নেয় চিন থেকে, সেই দেশগুলিই এবার চিন নির্ভরতা কমিয়ে দেবে। এর ফলে ভারত এবং অন্যান্য দেশগুলিতে বিদেশি বিনিয়োগও বাড়বে বলে আশা করছেন তিনি।