ভয়ানক পরিস্থিতি! জিনপিংয়ের একটি চালেই বাজিমাত চিনের, মাথায় হাত ভারতের

বাংলাহান্ট ডেস্ক : ক্রমশই ভারতের (India) বাজারের প্রতি আস্থা হারাচ্ছেন বিদেশী বিনিয়োগকারীরা। এই পরিস্থিতিতেই ন্যারেটিভ বদল ক্রমশ শক্ত করছে চিনের বিদেশী বিনিয়োগের বাজারকে। চিনা বাজারের প্রতি বিদেশী বিনিয়োগকারীদের ঝোঁকের কারণ বেশ স্পষ্ট বলেই মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা। সংশ্লিষ্ট মহলের মতে, বিদেশী বিনিয়োগকারীদের আস্থা অর্জনের নেপথ্যে অনুঘটকের কাজ করেছে চিনা সরকারের প্রতিশ্রুতি।

চিনের চালে চাপে ভারত (India)

সম্প্রতি আলিবাবার প্রতিষ্ঠাতার সাথে চিনের (China) প্রেসিডেন্ট শি জিংপিংয়ের (Xi Jinping) বৈঠক নেতিবাচক বার্তা প্রেরণ করেছে বিনিয়োগকারীদের মধ্যে। চিন যে প্রযুক্তি ক্ষেত্রে আগামীদিনে বিনিয়োগকারীদের ভরসার জায়গা হয়ে উঠবে তা স্পষ্ট ইতিমধ্যেই। এছাড়াও বিশেষজ্ঞরা মনে করছেন, এখনও চিনের বাজার যথেষ্ট আন্ডার প্রাইসড।

আরোও পড়ুন : আলুর ফলনে নতুন রেকর্ড! ছোট চাষিদের স্বার্থ সুরক্ষিত করতে অভিনব উদ্যোগ রাজ্যের

তাই চিন যে বিনিয়োগকারীদের জন্য বর্তমানে বেশ অনুকূল তাও স্পষ্ট দিনের আলোর মতো। গত ৫ মাস ধরে রক্তক্ষরণ অব্যাহত ভারতীয় বাজারে। শুধু গত সপ্তাহেই ভারতের (India) বাজার থেকে বেরিয়ে গিয়েছে ৪০৫ মিলিয়ন ডলার বা ৩৫০৬ কোটি ৯৫ লক্ষ ৫০ হাজার টাকা। অন্যদিকে, এই একই সময়ে গত ৪ মাসে সর্বোচ্চ বিনিয়োগের নয়া নজির তৈরি করেছে চিনের বাজার। ভারতকে টেক্কা দিচ্ছে চিনা ইক্যুইটি।

আরোও পড়ুন : শৈশবে হয় পোলিও, পেট চালাতে রাস্তায় বিক্রি করতেন চুড়ি! আজ IAS হয়ে নজির গড়েছেন রমেশ

চিনা ইক্যুইটি যেখানে গত ৬ মাস ও ১ বছরে রিটার্ন দিয়েছে ২৮.৯ শতাংশ ও ৩৮ শতাংশ, সেখানে ভারতের ইক্যুইটি খাতে এই সময়ে রিটার্ন ছিল যথাক্রমে  -১৩.২ শতাংশ ও -২ শতাংশ, অর্থাৎ নেগেটিভ। বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের (India) বাজারে পতন বিনিয়োগ ক্ষেত্রে জোয়ার এনেছে চিনা বাজারে। বহু বিদেশী বিনিয়োগকারী ভারত থেকে তাঁদের বিনিয়োগ সরিয়ে নিয়ে চলে গিয়েছেন চিনে।

China creates a plan against India

জিওজিৎ ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের চিফ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট ভিকে বিজয় কুমারের পর্যবেক্ষণ, “টাকার তুলনায় ডলারের দাম কমলে ও আমেরিকান বন্ডের রিটার্ন কমতে শুরু করলে বিদেশী বিনিয়োগকারীরা আবার ভারতে ফিরে আসবে। তবে এতে সময় লাগতে পারে। আর তখন ভারতের বাজার ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে আসবে।”

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর