ভারতের বিরুদ্ধে বলার সাহস নেই! কানাডা ইস্যুতে আমেরিকা-ব্রিটেন চুপ থাকায় হাহুতাশ চীনের

বাংলা হান্ট ডেস্ক: খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জার (Hardeep Singh Nijjar) হত্যার ঘটনায় সরাসরি ভারতকে (India) দায়ী করেছে কানাডা (Canada)। এই নিয়ে ভারত এবং কানাডার মধ্যে দ্বন্দ্ব চলছে, যদিও এই দুই দেশের চলমান উত্তেজনা নিয়ে সরাসরি কিছু বলছে না আমেরিকা (USA), ব্রিটেন-সহ (Britain) অন্যান্য পশ্চিমের দেশগুলি।

উল্লেখ্য, বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে ভারতের উপর আমেরিকা-সহ কোনও দেশই তীব্র মন্তব্য করতে চাইছে না। আর এটাই হজম করতে পারছে না চীন (China)। পশ্চিমী দেশগুলির নীরবতা দেখে চীনা মিডিয়া ক্ষুব্ধ হয়ে তাদের নিজেদের স্বার্থ রক্ষার অভিযোগ আনছে।

চীনের মুখপত্র গ্লোবাল টাইমস (Global Times) লিখেছে, পশ্চিমী দেশগুলির দ্বৈত মনোভাব ফুটে উঠেছে। এই দেশগুলি যদি ভারতের বন্ধু না হত, তাহলে তারা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং নিন্দা করতে এক মিনিটও দেরি করত না। পশ্চিমী দেশগুলির এই সম্মিলিত নীরবতাই প্রমাণ করে দেয় যে, তাদের জোটও শক্তিশালী নয়।

চীনের সংবাদমাধ্যম আরও বলছে, ফাইভ আইজ (Five Alliance) অ্যালায়েন্সের মধ্যে কোন দেশগুলি নিজ্জার হত্যার বিষয়ে কানাডাকে ইনপুট দিয়েছে তাও পরিষ্কার করে কিছু বলা হয়নি। আমেরিকা (America), ব্রিটেন (Britain) এবং অস্ট্রেলিয়া (Australia) রাশিয়াকে (Russia) বিচ্ছিন্ন করতে এবং চীনকে থামাতে ভারতের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখছে বলেও মন্তব্য করা হয়েছে।

modi chinaa

উল্লেখ্য, খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জার হত্যার ঘটনায় কানাডা প্রমাণ না দিয়েই ভারতকে দোষারোপ করছে। এই নিয়ে পশ্চিমী দেশগুলি কার্যত ভারতের পাশেই দাঁড়িয়েছে। আর এটাই সহ্য করতে পারছে না চীন। আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যাপক শক্তিশালী ভারতের পিছনে এত দেশের সমর্থন থাকায় কার্যত অবাক হয়ে পড়েছে শি জিনপিংয়ের (Xi Jinping) সরকার। আর তাই বিশ্বে ভারতের গুরুত্ব হজম করতে না পেরে এবার পশ্চিমী দেশগুলির (Western Countries) উপর তীব্র ক্ষোভ উগরে দিল চীনা সংবাদমাধ্যম।

Monojit

সম্পর্কিত খবর