‘জিনপিং গদি ছাড়ো’, স্লোগানে বিরোধিতা! এবার বাধ্য হয়ে বড় সিদ্ধান্ত নিল জিনপিং সরকার

বাংলা হান্ট ডেস্কঃ জনগণের অসন্তোষের আগুন দিনদিন যেন আরও প্রকট হয়ে উঠছে চিনে (China) । উদ্বেগপূর্ণ হচ্ছে কোভিড ( Covid) পরিস্থিতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কড়া লকডাউনের নির্দেশ দিয়েছে জিনপিং সরকার, আর সরকারের এই বন্দিদশা নীতির বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছেন দেশের সাধারণ নাগরিক।

প্রায়সই সরকারের ‘কোভিড-শূন্য’ নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজপথে নামছেন কাতারে কাতারে মানুষ । সাধারণ নাগরিকের প্রশ্নের মুখে জিনপিং সরকার। স্বতঃস্ফূর্ত গণআন্দোলনে শাংহাইয়ের রাস্তায় স্লোগান ভেসে উঠছে , ‘‘শি জিনপিং, ইস্তফা দিন।’’ দিন দিন যেন এক বিরল ঘটনার সাক্ষী হচ্ছে গোটা দুনিয়া, সাম্প্রতিক ইতিহাসে সাধারণ মানুষের দেশের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর ঘটনা প্রায় বিরল বললেই চলে।

এরই মাঝে দেশের জনগণের কাছে কার্যত নত হল চিনা সরকার। সূত্রের খবর, ক্রমাগত বাড়তে থাকা রোষের মুখে পড়ে চিনের কমিউনিস্ট সরকার ‘জিরো কোভিড নীতি’ শিথিল করতে সম্মত হয়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে তৈরি এই কঠোর নীতিতে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার খবরও পাওয়া যাচ্ছে।
এক প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনৈতিক ফ্রন্টে করোনা যাতে সর্বনিম্ন অবস্থানে পৌঁছায় তা নিশ্চিত করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, চিকিৎসা ও পরিবহনের জন্য পথ আরও প্রশস্ত করতে হবে। এছাড়াও, কোনো জরুরীকালীন উদ্ধার অভিযানে যাতে কোনো সমস্যা না হয়, সেই দিকেও খেয়াল রাখবে চিনা সরকার।

china2 1

সম্প্রতি চিনের জিনজিয়াংয়ের একটি ভবনে ২৫ নভেম্বর ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে । অন্যদিকে কড়া লকডাউন নীতির কারণে, যথাযত সময়ে পরিষেবা না পৌঁছনোয় দুর্ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার পরই জনতা আরও ক্ষোভে ফেটে পরে এবং রাস্তায় নেমে সরকারের উদ্দেশ্যে বিক্ষোভ দেখাতে শুরু করে। গত তিন দিন ধরে এসব বিক্ষোভ চলাকালে কয়েকটি স্থানে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের খবরও বার বার শোনা যাচ্ছে ।

প্রসঙ্গত চিনে জিরো কোভিড নীতি গত ১০ মাস ধরে প্রয়োগ করা হয়েছে। চিনের জাতীয় স্বাস্থ্য কমিশনের রিপোর্ট অনুযায়ী , সোমবার নতুন করে সারা দেশে ৩৮,৬৪৫ টি কোভিড মামলা নথিভুক্ত হয়েছে। এমন অবস্থায় কড়া করোনা নজরদারির কারণে নিয়ত বিপাকে পড়েছে জনসাধারণ। নিয়ম লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থাও নেওয়া হচ্ছে জনগণের বিরুদ্ধে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর