বাংলাহান্ট ডেস্কঃ আবারও ভারতের (india) আভ্যন্তরীণ বিষয়ে টিপ্পুনি কাটতে শুরু করেছে চীন (china)। ক্যাপিটাল হিলের ঘটনার নিন্দা করার পর , ২৬ শে জানুয়ারিতে ভারতের প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লী হিংসার ঘটনার নিন্দা জানায় চীন সরকার। বিশ্বের অন্য কোন দেশ ভারতের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করলেও, বারবার নাক গলাতে চলে আসে চীন পাকিস্তান।
দিল্লীর ঘটনায় চীনের টিপ্পুনি করা কোন প্রথমবারের ঘটনা নয়, যেখানে ভারতের বিষয়ে হস্তক্ষেপ করল চীন। ভারতের CAA, NRC নিয়ে সমস্যা হোক কিংবা ব্যাঙ্গালোরের অ্যাপেল কোম্পানিতে সংঘর্ষ- এমন কোন বিষয় বাদ নেই, যেখানে চীন নাক গলায় নি।
দিল্লীতে লাল কেল্লায় কৃষকদের বিক্ষোভ প্রদর্শনের পর চীন সরকারের মুখপত্র গ্লোবাল টাইমসে ভারত বিরোধী একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে লেখা হয়, কৃষকদের বিক্ষোভই ভারতের ঘরোয়া সমস্যার প্রকাশ। একদিকে প্রজাতন্ত্র দিবসে ভারত যখন নিজের শক্তি প্রদর্শন করছিল, তখন অন্যদিকে কৃষকরা তাদের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করছিল।
চীনা প্রতিবেদনে আরও লেখা হয়, কৃষক আন্দোলনের প্রধান সমস্যা জমিকে কেন্দ্র করে। নরেন্দ্র মোদী বাজারের তুলনায় কৃষকদের বেশি লাভ দিতে চেয়েছিলেন। কিন্তু এর মধ্যে বড় কোম্পানি ঢুকে পড়ায় সমস্যা তৈরী হয়। বর্তমান সময়ে একদিকে করোনা মহামারী, অন্যদিকে কৃষক আন্দোলন, এসবের মাঝে সীমান্ত এলাকায় চীন এবং অন্যান্য প্রতিবেশী দেশের সঙ্গে সমস্যা- সবদিক থেকে ভারতের অবস্থা এখন ভীষণ শোচনীয়।
প্রতিবেদনে ভারতকে কোণঠাসা করে লেখা হয়, আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে চীনের ক্ষতি করার চেষ্টা করলে ভারতের আভ্যন্তরীণ সমস্যাও মিটবে না আর কোনরকম উন্নতিও হবে না। উল্টে ভারত নিজেই আরও বড় সমস্যায় জড়িয়ে পড়বে। আগে নিজের কৃষকদের সামলাক, তারপর না হয় চীনের সঙ্গে লড়তে আসবে।