শ্রীলঙ্কা, পাকিস্তান অতীত! এবার ভারতের আরেক প্রতিবেশীকে চরম ঠকাল চিন, রেগে লাল বন্ধু

বাংলা হান্ট ডেস্ক: পাকিস্তানে (Pakistan) তৈরি নিম্নমানের JF-17 যুদ্ধবিমান মায়ানমারে (Myanmar) সরবরাহের পর এবার চিনের (China) অস্ত্রের “পোল খুলেছে” ভারতের (India) আরেক প্রতিবেশী দেশে। সাম্প্রতিক বছরগুলিতে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে ২.৫৯ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছে চিন। যার ফলে চিন বাংলাদেশের প্রধান অস্ত্র সরবরাহকারী হিসেবে আবির্ভূত হয়েছে। শুধু তাই নয়, ভারতের এই প্রতিবেশী দেশে নিজেদের দাপট বজায় রেখে প্রভাব বাড়াতে চায় চিন। একই সঙ্গে বাংলাদেশও গোপনে ভারতের শত্রুর সঙ্গে বন্ধুত্ব বাড়াচ্ছে। এখন জানা গেছে যে, বাংলাদেশ চিন থেকে F-7 যুদ্ধবিমান কিনেছে। কিন্তু, ওই বিমান এবার প্রযুক্তিগত ত্রুটির শিকার হয়েছে।

উল্লেখ্য যে, চিন বিশ্বে অস্ত্রের প্রধান সরবরাহকারী হওয়ার চেষ্টা করলেও তাদের তৈরি অস্ত্রের নিম্নমান ক্রেতাদের ঘুম উড়িয়েছে। মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, চিনের দুর্বল অস্ত্রের কারণে সেগুলি কিনে নেওয়া দেশগুলি শুধু অর্থই খরচ করছে না, পাশাপাশি তাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে। সাম্প্রতিক বছরগুলিতে বাংলাদেশ সেনাবাহিনী চিনা কোম্পানিগুলির কাছে কয়েকবার অভিযোগও করেছে। তারা তাদের টহল দেওয়ার যানের জন্য খুচরো যন্ত্রাংশ পেতে অক্ষম বলে জানা গিয়েছে। এছাড়া, সেগুলির মধ্যে অনেক ত্রুটিও ধরা পড়ছে। এর মধ্যে উল্লেখযোগ্য নাম হল F-7 ফাইটার জেট। যেটিতে একাধিক প্রযুক্তিগত ত্রুটি রয়েছে। এই ফাইটার জেটে চিন যে রাডার বসিয়েছে তাও সঠিক তথ্য দিচ্ছে না। পাশাপাশি, এটিতে মিসাইল ও ইন্টারসেপশন রাডারেরও অভাব রয়েছে।

China has cheated another neighbor of India.

চিনের প্রতারণার শিকার হওয়ার পর বাংলাদেশ টাকা বন্ধ করে দেয়: আরও জানা গিয়েছে যে, চিনের তৈরি K-8W উড়োজাহাজ দিয়ে বোমা ফেলতেও বিপাকে পড়েছে বাংলাদেশ বিমানবাহিনী। ২০২০ সালে এই বিমানটি চিন দিয়েছিল। কিন্তু তারপর থেকে এই সমস্যাটি অব্যাহত রয়েছে। এমনকি, সামগ্রিক পরিস্থিতি এমন দাঁড়ায় যে, K-8W-এর দুর্ঘটনায় ২ জন পাইলট প্রাণও হারান। শুধু তাই নয়, বাংলাদেশ সেনাবাহিনীর কেনা শর্ট রেঞ্জের ডিফেন্স সিস্টেমও ত্রুটিপূর্ণ হিসেবে প্রমাণিত হয়েছে। এর পাশাপাশি, ট্যাঙ্কের শেল ও ট্যাঙ্কের যন্ত্রাংশ সরবরাহ নিয়েও দুই দেশের মধ্যে বিরোধ রয়েছে। একইভাবে বাংলাদেশ নৌবাহিনীর প্রাপ্ত চিনা যুদ্ধজাহাজ ও অস্ত্র নিয়েও প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন: ঋষভ পন্থের ওপর বড় অ্যাকশন! এক ম্যাচের জন্য হলেন সাসপেন্ড, জরিমানার সম্মুখীন পুরো দল

বলা হচ্ছে, আগে নিম্নমানের অস্ত্র সরবরাহকারী চিন এখন মেরামতির নামে প্রচুর অর্থ দাবি করছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, চিন আগে বাংলাদেশের কাছে খুব কম দামে সাবমেরিন বিক্রি করলেও এখন সেগুলি অকেজো হয়ে যাচ্ছে। বাংলাদেশ বারবার সাহায্য চাচ্ছে কিন্তু চিন সাড়া দিচ্ছে না। বাংলাদেশি নাবিকরা এই সাবমেরিনে প্রশিক্ষণ নিতে চিনে গেলে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলেও অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: সুখবর! NJP থেকে স্পেশাল টুরিস্ট ট্রেনের সফর শুরু রেলের, রইল রুট-স্টপেজ-ভাড়া সহ বিস্তারিত তথ্য

এদিকে, বাংলাদেশ এখন চিনের FM-90 সারফেস টু এয়ার মিসাইলের জন্য অর্থ বন্ধ করে দিয়েছে। রিপোর্টে বলা হয়েছে যে, চিন যেসব দেশে অস্ত্র সরবরাহ করছে সেখানেও গুপ্তচরবৃত্তি চালাচ্ছে। এদিকে বাংলাদেশকে প্রতারণা করা চিনের সেনাবাহিনীর সঙ্গেই অনুশীলন করতে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। এটা ভারতের জন্য বিপদ সংকেত বলে মনে করা হচ্ছে। এদিকে, বাংলাদেশ এখন ভারতের কাছ থেকে অস্ত্র কিনতে চায় বলে চিন ক্ষুব্ধ হয়েছে বলেও জানা গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর