বাংলাহান্ট ডেস্কঃ ব্যবসার দিক থেকে চীন (China) কাউকে ছাড়ে না। তা সে শত্রু দেশ হোক কিংবা বন্ধু দেশ। চীন ইচ্ছে করলে সবাইকে ঠকাতে পারে। চীন মারণ ভাইরাস তৈরি করে সমগ্র বিশ্বে ছড়িয়ে দিয়েছে, এটা গোটা বিশ্ব বলছে। চীনের উহানের থেকে ছড়িয়ে পড়া মারণ ঘাতী করোনা ভাইরাসের (COVID-19) সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে বিশ্বের সব দেশ। দিনে দিনে বেড়েই চলেছে মৃতের সংখ্যা এবং আক্রান্তের সংখ্যা। মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইতালি, স্পেন, ফ্রান্স এবং আমেরিকা। বিভিন্ন বড়ো বড়ো দেশ এখন চীনের সঙ্গে সবরকম বৈদেশিক বাণিজ্য বন্ধ করতে চাইছে। করোনা ভাইরাসকে নিয়ে চীনের বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়েছে বিভিন্ন দেশ।
কোন দিকে কর্ণপাত না করে চীন কিন্তু এই সংকটের মুহূর্তে নিজেদের ব্যবসায়িক বিষয় মজবুত করতে উঠে পড়ে লেগেছে। সংকটের সময়েও চীন অন্যান্য দেশকে নিম্নমানের, ত্রুটিপূর্ণ চিকিৎসা সরঞ্জাম চড়া দামে রপ্তানি করছে। বিভিন্ন দেশ তা আবার চীনকে ফিরিয়েও দিয়েছে। অন্যান্য দেশের মতো বন্ধু দেশ পাকিস্তান এবং নেপালকেও এই ঠকানোর তালিকা থেকে বাদ রাখেনি। এবার পাকিস্তান এবং নেপালের পর ফিনল্যান্ডকে (Finland) বড়সড় বিপদে ফেলেছে চীন।
করোনা ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য ফিনল্যান্ড ২০ লক্ষ সার্জিক্যাল মাস্ক এবং ২ লক্ষ ৩০ হাজার রেসপিরেটরি মাস্ক আমদানি করেছিল। এইসমস্ত প্রয়োজনীয় জিনিস জাহাজে করে চীন থেকে ফিনল্যান্ডে পাঠানোর ১ দিনের মধ্যেই তারা বুঝতে পারে সব দ্রব্যই নিম্নমানের এবং অব্যবহারযোগ্য। হাসপাতালে কর্মরত চিকিৎসক কর্মীরা এই নিম্নমানের দ্রব্য ব্যবহার করতে পারবে না। ফিনল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রালয়ের প্রবক্তা এক প্রেস কনফারেন্সে জানান, ‘চীনের এরূপ আচরণে ফিনল্যান্ড আশাহত হয়েছে’।
চীনের থেকে রপ্তানি করা এইসব চিকিৎসা দ্রব্য এবার হাসপাতালের বাইরে কর্মরত স্বাস্থ্যকর্মীদের দেওয়া হবে। চীনের থেকে ঠকে যাওয়ার পর ফিনল্যান্ডের সরকার এবার দেশের আভ্যন্তরীণ কোম্পানিগুলোকে এই প্রয়োজনীয় জিনিস উৎপাদনের দায়িত্ব দিয়েছে, যা চলতি মাসের শেষের দিকে সরবরাহ করা হবে।
ফিনল্যান্ডের আগেই স্পেন, নেদারল্যান্ড, তুর্কি, নেপাল এবং অস্ট্রেলিয়া চীনের পাঠানো নিম্নমানের দ্রব্যের নিন্দা করেছে। কিন্তু চীন তাও বারবার বলেই চলেছে তাঁদের বানানো জিনিসে কোন অসুবিধা নেই, তা অত্যন্ত ভালমানের। বর্তমানে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে চীনের এই খারাপ ব্যবহারই প্রমাণ করে দেয় কিভাবে মারণঘাতী ভাইরাস সমগ্র বিশ্বে ছড়িয়ে দিয়ে চীন এখন তাঁর থেকে মুনফা লাভের চেষ্টা করছে।
সিনিয়র নেতাদের তুমুল ঝগড়া! মাথা ব্যথাই নেই মমতা-অভিষেকের, নেপথ্যের কারণ জানেন?