বাংলাহান্ট ডেস্ক : ব্রহ্মপুত্র নদের উপর বাঁধ তৈরির অনুমোদন দিয়েছে চীন। চীনের (China) এহেন উদ্যোগকে মোটেও ভালো চোখে নিচ্ছে না দিল্লি। ভারতের (India) পক্ষ থেকে এই ঘটনাটিকে বেআইনি বলেও দাবি করা হয়েছে। ভারত জানিয়েছে, জিনহুয়াতে গত ২৫ ডিসেম্বর একটি তথ্য প্রকাশ করা হয়।
চীনকে (China) সাবধানবাণী ভারতের (India)
সেখানে উল্লেখ করা হয়েছে ইয়ারলাং সাংপো নদীতে জলবিদ্যুৎকেন্দ্র তৈরির বিষয়ে। চীনের তিব্বত অটোনমাস রিজিয়নের মধ্যে পড়ে এই অংশটি। বিদেশ দফতরের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, নদীর নিম্ন অববাহিকায় থাকার জন্য আমরা আমাদের দৃষ্টিভঙ্গি ও উদ্বেগ সম্পর্কে জানিয়েছি কূটনৈতিক স্তরে।
বিদেশ দফতরের মুখপাত্র বলেছেন, নিম্ন অববাহিকায় থাকা দেশের এই প্রজেক্টের ফলে কোনো ক্ষতি হবে না এমন নিশ্চয়তা দিতে হবে চীনকে। আমাদের স্বার্থ রক্ষার জন্য নিয়মিত মনিটরিং করা হবে। চীনের তরফ থেকে ভারত সীমান্তের কাছে অবস্থিত তিব্বত এলাকায় বিশ্বের দীর্ঘতম বাঁধ নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে।
আরোও পড়ুন : কয়েক মাসেই ভাঙে সংসার, দ্বিতীয় বিয়ে তারাপীঠে, অরিজিতের প্রথম স্ত্রী কে ছিল জানেন?
চীনের তরফ থেকে উল্লেখ করা হয়েছে এটি পৃথিবীর সর্ববৃহৎ বাঁধ হতে চলেছে। চীন সরকার প্রায় ১৩৭ বিলিয়ন মার্কিন ডলার খরচ করতে চলেছে এই বাঁধ নির্মাণের জন্য। তবে ধারণা করা হচ্ছে এই বাঁধ নির্মাণ করা হলে সমস্যায় পড়তে পারে ভারত ও বাংলাদেশ। জলের স্রোতের প্রভাব সমস্যা সৃষ্টি করতে পারে এই দুই দেশের উপর।
এই বাঁধ (Dam) নির্মাণ হলে চীনের (China) হাতে থাকবে ব্রহ্মপুত্র নদের (Brahmaputra River) জল নিয়ন্ত্রণ করার ক্ষমতা। এমনকি এই প্রকল্পের ফলে প্লাবিত হতে পারে ভারতের বেশ কিছু এলাকাও। যদিও ভারতের পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে তীব্র আপত্তি জানানো হয়েছে ইতিমধ্যেই।