বাংলা হান্ট ডেস্ক: ভারতের পড়শি দেশ চিন (China-India) ক্রমাগত উচ্চ প্রযুক্তির সামরিক সক্ষমতায় বিনিয়োগ করছে। ঠিক সেই আবহেই বুধবার চিন তার প্রতিরক্ষা বাজেট ৭.২ শতাংশ বৃদ্ধির ঘোষণা করেছে। এদিকে, ধী ঘোষণার পর, চিনের প্রতিরক্ষা বাজেট এই বছর ২৪৯ বিলিয়ন ডলারে পৌঁছবে। চিনের প্রধানমন্ত্রী লি কিয়াং চিনা সংসদে খসড়া বাজেট প্রতিবেদন পেশ করেছেন। যেটি অনুযায়ী এই বছর দেশটির পরিকল্পিত প্রতিরক্ষা ব্যয়ের পরিমাণ হল ১.৭৮৪৬৬৫ ট্রিলিয়ন ইউয়ান (প্রায় ২৪৯ বিলিয়ন ডলার)।
বড় পদক্ষেপ চিনের (China-India):
জানিয়ে রাখি যে, গত বছরের তুলনায় চিন (China-India) তার প্রতিরক্ষা বাজেট ৭.২ শতাংশ বাড়িয়ে প্রায় ২৩২ বিলিয়ন ডলার করেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, চিনের প্রতিরক্ষা বাজেট ভারতের বাজেটের চেয়ে প্রায় ৩ গুণ বেশি। তাইওয়ান প্রণালী থেকে শুরু করে দক্ষিণ চিন সাগরে উত্তেজনা এবং জাপান ও আমেরিকার মতো আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের পরিপ্রেক্ষিতে চিন তার সব সশস্ত্র বাহিনীর ব্যাপকভাবে আধুনিকীকরণ করছে। গত কয়েক বছর ধরে, চিন তার নিজস্ব বিমানবাহী রণতরী, উন্নত নৌ জাহাজ এবং আধুনিক স্টিলথ এয়ারক্রাফ্ট (যা রাডার দ্বারা শনাক্ত করা যায় না) তৈরি করছে। এমতাবস্থায়, এবার প্রতিরক্ষা বাজেট বৃদ্ধির ফলে চিনের সামরিক আধুনিকীকরণ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
চিনের সাথে মোকাবিলা করার জন্য ভারত কী করছে: চিনের সাথে মোকাবিলা করতে ভারত (China-India) প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) বরাবর তার সামরিক পরিকাঠামো উন্নত করার দিকে মনোনিবেশ করেছে। ভারত আগামী ১ এপ্রিল থেকে শুরু হওয়া অর্থবর্ষের জন্য তার প্রতিরক্ষা বাজেট ৬.৮১ ট্রিলিয়ন রুপি (প্রায় ৮১.৭২ বিলিয়ন ডলার) নির্ধারণ করেছে। এখন, যেহেতু চিন তার প্রতিরক্ষা ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে, তাই ভারতকেও LAC-তে প্রতিরক্ষা ব্যয় বাড়াতে হবে। ২০২০ সাল থেকে LAC-তে দুই দেশের মধ্যে স্থবিরতা রয়েছে। শুধু তাই নয়, চিনের সাথে মোকাবিলা করতে ভারত LAC-তে তার সামরিক পরিকাঠামো বাড়াতে নিযুক্ত রয়েছে। ভারত চায় এলএসি নিয়ে তার প্রস্তুতি যেন চীনের চেয়ে কম না হয়।
আরও পড়ুন: একী কাণ্ড! এবার নতুন চিন্তায় ঘুম উড়ল খোদ SBI-র, গ্রাহকদেরও করা হল সতর্ক
আমেরিকার পর চিনের প্রতিরক্ষা বাজেট সবচেয়ে বেশি: চিনের পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেসের (NPC) বার্ষিক অধিবেশনে সরকারের কাজের রিপোর্টের সময়ে বুধবার চিনের প্রতিরক্ষা বাজেট বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়। চিনও (China-India) ২০২৫ সালের জন্য ৫ শতাংশ অর্থনৈতিক বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। চিন গত কয়েক দশকে তার প্রতিরক্ষা বাজেট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে এবং সাম্প্রতিক বৃদ্ধি তুলনামূলকভাবে কম। তা সত্বেও, চিনের প্রতিরক্ষা বাজেট আমেরিকার পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রতিরক্ষা বাজেট হিসেবে বিবেচিত হচ্ছে। “গ্রেট হল অফ দ্য পিপল” ভবনে অনুষ্ঠিত সংসদীয় সভায় সমবেত প্রায় ৩,০০০ সাংসদের ভাষণে চিনের প্রধানমন্ত্রী লি কিয়াং বলেন, “আমরা দেশে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ এবং তাদের বিদেশি সমর্থকদের দৃঢ়ভাবে বিরোধিতা করি।”
আরও পড়ুন: হয়ে যান প্রস্তুত! এবার টাটা গ্রুপের হাত ধরেই বিনিয়োগকারীরা হবেন মালামাল, ব্যাপারটা কী?
এদিকে, চিনের নতুন জিডিপি লক্ষ্যমাত্রা সম্পর্কে, সরকারি ওয়ার্ক রিপোর্ট ড্রাফটের প্রধান শেন ডানয়াং এক সাংবাদিক সম্মেলনে জানান, “আমরা পর্যাপ্ত স্টাডি এবং যুক্তির পরে এই সিদ্ধান্ত নিয়েছি। এই উন্নয়ন লক্ষ্য অর্জন করা যাবে কি না তা নির্ভর করে উন্নয়নের গতিপথ, আমাদের সক্ষমতা এবং সহায়ক নীতির ওপর। এই বিষয়গুলো বিবেচনা করার পর, আমরা আমাদের লক্ষ্য অর্জনে সম্পূর্ণ আত্মবিশ্বাসী।”