ট্রাম্পের সাথে দূরত্বের আবহেই দিল্লির দিকে ঝুঁকল বেজিং, ভারতীয়দের জন্য বড় পদক্ষেপ চিনের

Published On:

বাংলা হান্ট ডেস্ক: আমেরিকার সাথে চলমান বাণিজ্য যুদ্ধের মধ্যে চিন এবার ভারতকে (China-India) আকৃষ্ট করার চেষ্টা করেছে। ইতিমধ্যেই ৮,৫০০ জনেরও বেশি ভারতীয় নাগরিককে ভিসা দিয়েছে চিন। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতে স্থিত চিনা দূতাবাস ১ জানুয়ারি থেকে ৯ এপ্রিল, ২০২৫ পর্যন্ত ৮৫,০০০-এরও বেশি ভারতীয় নাগরিককে ভিসা দিয়েছে।

ভারতীয়দের জন্য বড় পদক্ষেপ চিনের (China-India)

মূলত, এই দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর করার প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ভারতে নিযুক্ত চিনা রাষ্ট্রদূত জু ফেইহং আরও বেশি সংখ্যক ভারতীয়কে চিন ভ্রমণের জন্য এবং চিনে (China-India) আরও উন্মুক্ত, নিরাপদ এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ অনুভব করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

 China-India relation recent update Donald Trump.

এই প্রসঙ্গে তিনি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, ৯ এপ্রিল, ২০২৫ পর্যন্ত, ভারতে স্থিত চিনা দূতাবাস এবং কনস্যুলেটগুলি চিন (China-India) ভ্রমণকারী ভারতীয় নাগরিকদের জন্য ৮৫,০০০ এরও বেশি ভিসা জারি করেছে। আরও বেশি সংখ্যক ভারতীয় বন্ধুদের চিন সফরে স্বাগত জানানো হচ্ছে যাতে তাঁরা নিরাপদ ও বন্ধুত্বপূর্ণ চিনকে জানার সুযোগ পেতে পারেন। উল্লেখ্য যে, গত বছর, চিন ১,৮০,০০০ ভারতীয়কে ভিসা দিয়েছে।

আরও পড়ুন: রাহানের এই একটি ভুলেই ঘুরে গেল খেলা! পাঞ্জাবের কাছে কীভাবে জেতা ম্যাচ হারল KKR?

চিন ভারতীয় পর্যটকদের অনেক ছাড় দিয়েছে: জানিয়ে রাখি, চিন ভারতীয় (China-India) পর্যটকদের জন্য বিভিন্ন ধরণের ছাড় দিয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, চিনের ভিসার জন্য আবেদনকারী ভারতীয়দের আর বাধ্যতামূলকভাবে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না। এর ফলে ভিসা আবেদন প্রক্রিয়া সহজ হবে।

আরও পড়ুন: বঙ্গে “উত্তপ্ত” পরিস্থিতির মাঝেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ মোদীর! বড় পদক্ষেপের পথে কেন্দ্র?

এছাড়াও, যদি ভারতীয় নাগরিকরা অল্প সময়ের জন্য চিনে (China-India) সফর করতে চান, তাহলে তাঁদের আর বায়োমেট্রিক তথ্য জমা দেওয়ার প্রয়োজন নেই। এটি ভিসা প্রসেসের সময় কমিয়ে দেবে। ভিসা অনুমোদন ব্যবস্থা দ্রুততর করার জন্য, চিন অনুমোদনের সময়সীমাও সহজ করেছে। যার ফলে এই প্রক্রিয়াটি দ্রুততর হয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, চিন তার দেশে আরও বেশি ভারতীয় পর্যটক আকর্ষণ করার জন্য ভিসা ফি-ও কমিয়েছে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X