বাংলা হান্ট ডেস্কঃ গালওয়ান উপত্যকায় (Galwan Valley) চীনের সাথে হওয়া উত্তেজনার পর কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) লাগাতার কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দেগে আসছেন। পূর্ব লাদাখে চীনের সেনার অনুপ্রবেশ নিয়ে রাহুল শুক্রবার বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই বলুক চীনের থেকে আমাদের জমি ফেরত নেওয়ার জন্য উনি কি পদক্ষেপ নিলেন? কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর (Rahul Gandhi) বয়ানের পর কংগ্রেসের সহযোগী দল এনসিপি-এর প্রধান শরদ পাওয়ার (Sharad Pawar) ওনাকে অতীতের কথা স্মরণ করিয়ে দেন।
National security matters shouldn't be politicised: Sharad Pawar responds to Rahul's remark
Read @ANI Story | https://t.co/ZJjx3jNuZl pic.twitter.com/9ppaTMx6uo
— ANI Digital (@ani_digital) June 27, 2020
রাহুলের বয়ান নিয়ে শরদ পাওয়ার বলেন, ‘আমরা এটা ভুলতে পারি না যে ১৯৬২ সালে কি হয়েছিল। চীন আমাদের ৪৫ হাজার বর্গ কিমি জায়গা দখল করে নিয়েছিল। বর্তমানে আমি জানিনা চীন আমাদের জমি নিয়েছে নাকি, কিন্তু এই নিয়ে কথা বলার সময় আমাদের ইতিহাসের কথা মনে রাখতে হবে। রাষ্ট্রীয় সুরক্ষা নিয়ে কোন রাজনীতি বরদাস্ত নয়।”
শরদ পাওয়ার এও বলেন যে, লাদাখের গালওয়ান উপত্যকায় ঘটে যাওয়া ঘটনা নিয়ে প্রতিরক্ষা মন্ত্রীকে এত আগেই বিফল বলা ঠিক হবে না। কারণ পেট্রোলিং এর সময় ভারতীয় সেনা সজাগ ছিল। সাংবাদিকদের সাথে কথা বলার সময় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, পুরো ঘটনা ‘সংবেদনশীল” প্রকৃতির। গালওয়ান উপত্যকায় চীন উসকানি দেওয়ার কাজ করেছিল।