একী কাণ্ড! এবার ভারত-বাংলাদেশের মধ্যে “এন্ট্রি” নেবে চিন? তলে তলে হচ্ছে কী প্ল্যান?

বাংলাহান্ট ডেস্ক : হাসিনা পরবর্তী যুগে ভারতের সাথে বাংলাদেশের (India-Bangladesh) দ্বিপাক্ষিক সম্পর্কে বেশ কিছুটা অবনতি হয়েছে। সে দেশের উগ্রপন্থীদের মধ্যে ক্রমশ বাড়ছে ভারতবিদ্বেষী মনোভাব। এমনকি অভিযোগ বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘু হিন্দুদের উপর একের পর এক অত্যাচারের ঘটনায় যথাযথ পদক্ষেপ করছে না বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।

ভারত-বাংলাদেশ (India-Bangladesh) ইস্যুতে চিনের ভূমিকা

আবার উল্টোদিকে বাংলাদেশের অস্থির পরিস্থিতির জন্য ঢাকা ঘুরিয়ে দায়ী করেছে দিল্লিকেই। যদিও কূটনৈতিক স্তরে দুই দেশের মধ্যেই সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে চেষ্টা চালানো হচ্ছে বেশ কিছুদিন ধরেই। এই আবহেই ঢাকায় নিযুক্ত চিনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে প্রশ্ন করা হয়, ভারত ও বাংলাদেশের (India-Bangladesh) সম্পর্কের বিষয়ে চিন (China) কি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে?

আরোও পড়ুন : মোদী ম্যাজিক! এবার এই দেশের সাথে দ্বিগুণ হতে চলেছে দ্বিপাক্ষিক বাণিজ্য, বাজিমাত ভারতের

এই প্রশ্নের জবাবে চিনা রাষ্ট্রদূত বলেন, ‘আমি মনে করি, নিজেদের সমস্যা সমাধানে বাংলাদেশিরা যথেষ্ট বিচক্ষণ।’ চিনের পক্ষ থেকে এমন টালমাটাল পরিস্থিতিতে বার্তা দেওয়া হয়েছে যে ভারত ও বাংলাদেশের (India-Bangladesh) মধ্যে তারা নাক গলাতে রাজি নয়। সম্প্রতি আমেরিকা সফরে গিয়ে ট্রাম্পের সাথে বৈঠকে বাংলাদেশ ইস্যুও তুলে ধরেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরোও পড়ুন : পেনশন নিয়ে টেনশন? চাপ নেই! LIC-র এই স্কিমে একবার প্রিমিয়াম দিলেই হবেন নিশ্চিন্ত

সূত্রের খবর, এই বৈঠকে মোদি ট্রাম্পের সামনে বাংলাদেশ পরিস্থিতির ব্যাখ্যা করেন। সেই বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ নিয়ে ট্রাম্প বলেন, ‘বাংলাদেশের বিষয়টি মোদির ওপর ছেড়ে দিলাম।’ অপরদিকে, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর এবং বাংলদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন কিছুদিন আগে মুখোমুখি হন ওমানের মাস্কাটে।

China Involvement in India-Bangladesh issue

তৌহিদ একটি ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, সেখানে জয়শংকরের সাথে মোদি-ট্রাম্প আলোচনা নিয়ে তাঁদের মধ্যে কোনও কথা হয়নি। তৌহিদ বলেছেন, ‘ওখানে কী আলোচনা হয়েছে, তা ভারতের বিষয়। তবে আমার মতে বাংলাদেশ নিয়ে বেশি উদ্বিগ্ন হওয়ার কোনও প্রয়োজন নেই ভারতের। ইতিমধ্যেই আমাদের দুই দেশের সম্পর্ক স্বাভবাবিক হচ্ছে। যেমন বাণিজ্য। প্রাথমিক ভাবে বাণিজ্যে ঘাটতি দেখা দিয়েছিল। তবে সম্প্রতি তা ফের চাঙ্গা হয়ে উঠছে। উভয় দেশেরই পারস্পরিক স্বার্থ রয়েছে।’

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর